রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫। মঙ্গলবার, নবান্নে একথা ঘোষণা করেন মুখ্যসচিব রাজীব সিনহা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯জন আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা ২৭৪। তবে, এর মধ্যে নতুন করে কাউকে হাসপাতাল থেকে ছাড়া হয়নি। নটি জেলায় নতুন করে সংক্রমণ নেই বলে জানান মুখ্যসচিব।