কোচবিহার জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে এবং কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়ের তত্ত্বাবধানে বুধবার ট্রাফিক সদর দফতরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্ত দান করেন পুলিশ কর্মী সহ জেলা তৃণমূল শিক্ষা সেলের শিক্ষকরা। রক্তদান করেন কোচবিহার জেলার দুজন সাংবাদিক। এদিন ৫০ ইউনিট রক্ত কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে জমা দেওয়া হয়। লকডাউনের কারণে রক্ত সংকটে ভুগছে গোটা কোচবিহার। বিশেষ করে রক্ত না থাকায় ভুগছেন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীরা। তাঁদের সহযোগিতার জন্য এই উদ্যোগ। পার্থপ্রতিম রায় বলেন, সাধারণ মানুষের এই বিপদের দিনে যেমন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রয়োজন, চিকিৎসা ক্ষেত্রে প্রয়োজন রক্তের। সেই কারণেই ট্রাফিক বিভাগের সঙ্গে যৌথ উদ্যোগে আমরা রক্তদানে এগিয়ে এসেছি।
