লকডাউন সফল করতে নয়া উদ্যোগ পুলিশের

লকডাউন এবং জরুরি প্রয়োজনের সামঞ্জস্য রাখতে নয়া উদ্যোগ বীরভূম পুলিশের। সপ্তাহে মাত্র দুবার বের করা যাবে গাড়ি বা বাইক।

মঙ্গলবার বোলপুর ও সিউড়ি শহরে বাইক এবং গাড়ি আটকায় পুলিশ। সেই গাড়িগুলিতে স্টিকার লাগানোর কাজ শুরু করে। লিখে রাখা হয় গাড়ির নম্বর। ওই স্টিকারে লিখে দেওয়া হয় গাড়িটি কখন কোন রাস্তায় গিয়েছিল। এই নিয়ম না মানলে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ।
প্রসঙ্গত, লকডাউন না মানার প্রবণতা দেখা যাচ্ছে একাংশের মানুষের মধ্যে। একাধিক অজুহাতে বাইরে বাইরে বেরোচ্ছেন সাধারণ মানুষ। আর এই সকল অজুহাত ঠেকাতে এবার উদ্যোগ নিল পুলিশ।

Previous articleকরোনার ‘অজুহাতে’ ইমিগ্রেশন বন্ধ করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প
Next articleরক্তের চাহিদা মেটাতে শিবির কোচবিহার ট্রাফিক সদর দফতরে