করোনার ‘অজুহাতে’ ইমিগ্রেশন বন্ধ করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প

বিশ্বকে অন্যরকম দুঃসংবাদ শোনাতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এই দুঃসংবাদের আওতায় পড়বে ভারতও৷

মার্কিনদের চাকরি সুনিশ্চিত করতে এবং মার্কিন মুলুকের চাকরিতে গোটা বিশ্বের ভাগ বসানো বন্ধ করতে কিছুদিনের জন্য কাজের খোঁজে দুনিয়ার কোনও প্রান্তের মানুষকেই আমেরিকায় পা রাখতে দিতে চান না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! সম্ভবত বুধবারই সরকারিভাবে এই ঘোষণা করতে চলেছেন ট্রাম্প৷

মার্কিন প্রেসিডেন্ট এক টুইটে লিখেছেন, “অদৃশ্য শত্রুর সঙ্গে লড়াইয়ের এই সময়ে মহান মার্কিন নাগরিকদের (গ্রেট আমেরিকান সিটিজেন্স) চাকরি সুরক্ষিত রাখা জরুরি। সেই লক্ষ্যে আপাতত আমেরিকায় ইমিগ্রেশন বন্ধ করার জন্য সরকারি নির্দেশে সই করতে চলেছি আমি।”

ট্রাম্পের এই ঘোষণায় মার্কিন মুলুকে কাজ করা অনাবাসী ভারতীয়দের জীবনযাত্রা অনিশ্চিত হওয়ার আশঙ্কা প্রবল৷
বিষয়টির দিকে নজর রাখছে বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। সূত্রের খবর, ট্রাম্প এ ধরনের কিছু করতে পারেন আঁচ করেই হাইড্রক্সিক্লোরোকুইন চেয়ে তিনি হুমকি দেওয়ার পরেও পাল্টা আক্রমণের রাস্তায় হাঁটেনি ভারত সরকার৷
মার্কিন মুলুকের চাকরি আরও বেশি ‘ভূমিপুত্রদের’ দেওয়ার পক্ষে অতীতে বহু বার সওয়াল করেছেন ট্রাম্প৷ এবার করোনা’র ‘অজুহাতে’ সেই কাজটাই তিনি করতে চলেছেন বলে আশঙ্কা করছে গোটা বিশ্ব৷ বিশেষ দক্ষতাসম্পন্ন কর্মীদের জন্য আমেরিকা বছরে ৮৫ হাজার ভিসা দেয়৷ এই ভিসার দৌলতে আমেরিকার অসংখ্য সংস্থায় কাজ করতে যান বহু ভারতীয়। তার উপরে নির্ভরশীল ভারতের তথ্যপ্রযুক্তি শিল্প। তাই ট্রাম্পের এই ঘোষণায় সিঁদুরে মেঘ দেখছে ন্যাসকম। তবে এই সিদ্ধান্তের খুঁটিনাটি না-জানা পর্যন্ত ঠিক কাদের ওপর এই আঘাত আসবে, তা বলা শক্ত। শুধু কি নতুন অভিবাসন বন্ধ হবে ? না’ কি কোপ পড়বে পুরনোদের উপরেও, সেদিকেই এখন নজর গোটা দুনিয়ার ৷

Previous articleমার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে নিম্নমুখী অপরিশোধিত তেলের দাম, সুবিধা পাচ্ছে না ভারত
Next articleলকডাউন সফল করতে নয়া উদ্যোগ পুলিশের