মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে নিম্নমুখী অপরিশোধিত তেলের দাম, সুবিধা পাচ্ছে না ভারত

মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম শূন্যেরও অনেক নীচে চলে গেছে। এদিকে লকডাউন চলায়

তেলের চাহিদা তলানিতে। প্রায় ৩০০% দাম কমে গিয়ে এখন ব্যারেলপিছু –৩৭.‌৬৩ মার্কিন ডলার।

মজুত রাখার জায়গা নেই বলে তেল নিষ্কাশন সংস্থার সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও এখন তেল কিনছে না অনেক সংস্থা। তাই এবার তেলের দাম কমিয়ে তাদের কিনতে উৎসাহিত করা হচ্ছে। কিন্তু ভারতের মতো দেশ দাম কমার সুবিধে পাবে না। কারণ ভারতে দাম পরিবর্তিত হয় ওমান, দুবাইয়ের বিক্রি–‌করা তেল এবং ব্রেন্ট ক্রুড অয়েলের গড় দামের নিরিখে। সেই দাম খুব বেশি কমেনি। অন্যদিকে দাম কমার সুযোগ নিতে কেন্দ্র তেলের উপর শুল্কের হার বাড়িয়ে দিয়েছিল। এই অবস্থায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও সেই সুবিধা পাচ্ছে না ভারত।

Previous articleকেন্দ্রীয় দলকে সহযোগিতার আশ্বাস রাজ্যের,স্বাগত জানালো কেন্দ্র
Next articleকরোনার ‘অজুহাতে’ ইমিগ্রেশন বন্ধ করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প