Monday, November 17, 2025

লকডাউনের সময় “দীন’এর ‘আহার’ কর্মসূচির সফল রূপায়ন

Date:

Share post:

কুমারেশ রায়

চন্দনা মেমোরিয়াল ট্রাস্ট কলকাতা’র উদ্যোগে “দীন”এর ‘আহার’ কর্মসূচির আয়োজন করা হল। আজ ২১ এপ্রিল বিকেলে নিউ ব্যারাকপুর পুরসভার সাউথ কোদালিয়ার ‘শ্রীকৃতি’ ভবনে এলাকার দু:স্থ মহিলাদের হাতে চাল, ডাল, আটা, সর্ষের তেল, আলু ইত্যাদি খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
সরকারি নির্দেশ ও টিকিৎসকদের পরামর্শ যথাযথভাবে মেনে মাস্ক সহ এক মিটার দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী দু:স্থ মহিলাদের হাতে তুলে দেন সংস্হার কর্ণধার নূপুর সাহা। তিনি বলেন, করোনা মহামারীর আকার নিয়েছে । এর ফলে সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও লকডাউন চলছে। কিন্তু দুঃস্থ খেটে-খাওয়া মানুষেরা কর্মহীন হয়ে পড়েছেন। অনেকের ঠিকমতো খাবার জুটছে না। বর্তমান পরিস্থিতিতে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াটা আমাদের মানবিক কর্তব্য। চন্দনা মেমোরিয়াল ট্রাস্ট (কলকাতা), সবসময় এই ধরনের বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চায়। তিনি আরও বলেন, “দীন’এর ‘আহার’ কর্মসূচির অধীনে পর্যায়ক্রমে এলাকার ৫০জন করে দুঃস্থ মহিলাদের সাহায্য করা হবে। এরকম একজন দুঃস্থ পৌঢ়া রেখা ঘোষ বলেন, “লকডাউনে আমাদের কষ্টের কথা জেনে ট্রাস্ট যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তার জন্য আমরা সর্বাত্মক ভাবে কৃতজ্ঞ”। এই কথা বলার সময় পরিচারিকার কাজ হারানো রত্নার চোখে জল পড়তে দেখা যায়। খুবই কষ্টের মধ্যে থেকেও এই যৎসামান্য সাহায্য তাদের বাঁচার রসদ জোগাবে বেশ কিছু দিনের জন্য, এমনই মত স্থানীয় বাসিন্দাদের । সকলের মুখে এক কথা, “চন্দনা মেমোরিয়াল ট্রাস্ট” আমাদের মতো গরীবদের সাথে, গরীবদের পাশে আছে, এটা কম গর্বের নয়। উল্লেখ্য, এই ট্রাস্টটি ২০১৯ সালের এপ্রিল মাসে পশ্চিমবঙ্গ সরকারের সোসাইটিস অ্যাক্ট,১৯৬১ দ্বারা নিবন্ধীকৃত। এটি মূলত নারী ও শিশু কল্যাণে নিয়োজিত একটি বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন। এর আগে শিশু শিল্পী অণ্বেষণ কর্মসূচি, বর্ণাঢ্য ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান, দুঃস্থ ও অনগ্রসর শিশুদের জন্যে “সব পেয়েছির আসর”, দুঃস্থ মহিলাদের জন্য ‘বিউটিশিয়ান সামার কোর্স’, “অন্নোদয় যোজনা” ইত্যাদি কর্মসূচি সাফল্যের সাথে রূপায়িত করেছে। আগামীদিনে “মাতৃমঙ্গল”ক্যারাটে প্রশিক্ষণ কর্মসূচি “দূহিতা” , শিশুদের জন্য কাউন্সেলিং প্রোগ্রাম “মনের কথা” সহ নানা ধরনের কর্মসূচি রূপায়ণে দায়বদ্ধ থাকবে এই সংস্থা । কারণ- বিশ্বাস, ভালোবাসা আর সাফল্য চন্দনা মেমোরিয়াল ট্রাস্ট এর মূলমন্ত্র। ট্রাস্ট-এর পক্ষ থেকে সকলকে সতর্কতা মেনে ঘরে থেকে লকডাউনকে সফল করার জন্য বার্তা দেওয়া হয়।

spot_img

Related articles

অভিষেকের অনুরোধে অনশন প্রত্যাহার, মঞ্চেই অসুস্থ মমতাবালা ঠাকুর ভর্তি হাসপাতালে

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অনুরোধে রবিবার রাতেই SIR-এর প্রতিবাদে চলা অনশন প্রত্যাহারের কথা...

গণহত্যার নির্দেশ দিইনি: মৃত্যুদণ্ডের নির্দেশ রাজনৈতিক উদ্দেশ্যমূলক, বিবৃতি হাসিনার

জুলাই গণঅভ্যুত্থানে যে হত্যা হয়েছিল তার নির্দেশ তিনি দেননি, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের পরে বিবৃতি পেশ প্রাক্তন...

ইরানের চ্যাম্পিয়নদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে যাত্রা শুরু লাল হলুদের মহিলা ব্রিগেডের

এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে ইরানের ক্লাব বাম খাতুনের বিরুদ্ধে ৩-১ গোলে জয়ী ইস্টবেঙ্গল(East Bengal)। লাল-হলুদ ব্রিগেডের হয়ে গোল...

তলানিতে নারী নিরাপত্তা! দিল্লিতে স্টেশনের কাছে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার

বিজেপিশাসিত রাজ্য। কেন্দ্রের অধীন আইনশৃঙ্খলা। আর সেখানে তলানিতে নারী নিরাপত্তা। উত্তর-পশ্চিম দিল্লির (Delhi) আদর্শ নগর রেলস্টেশনের কাছে উদ্ধার...