Monday, January 12, 2026

লকডাউনের সময় “দীন’এর ‘আহার’ কর্মসূচির সফল রূপায়ন

Date:

Share post:

কুমারেশ রায়

চন্দনা মেমোরিয়াল ট্রাস্ট কলকাতা’র উদ্যোগে “দীন”এর ‘আহার’ কর্মসূচির আয়োজন করা হল। আজ ২১ এপ্রিল বিকেলে নিউ ব্যারাকপুর পুরসভার সাউথ কোদালিয়ার ‘শ্রীকৃতি’ ভবনে এলাকার দু:স্থ মহিলাদের হাতে চাল, ডাল, আটা, সর্ষের তেল, আলু ইত্যাদি খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
সরকারি নির্দেশ ও টিকিৎসকদের পরামর্শ যথাযথভাবে মেনে মাস্ক সহ এক মিটার দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী দু:স্থ মহিলাদের হাতে তুলে দেন সংস্হার কর্ণধার নূপুর সাহা। তিনি বলেন, করোনা মহামারীর আকার নিয়েছে । এর ফলে সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও লকডাউন চলছে। কিন্তু দুঃস্থ খেটে-খাওয়া মানুষেরা কর্মহীন হয়ে পড়েছেন। অনেকের ঠিকমতো খাবার জুটছে না। বর্তমান পরিস্থিতিতে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াটা আমাদের মানবিক কর্তব্য। চন্দনা মেমোরিয়াল ট্রাস্ট (কলকাতা), সবসময় এই ধরনের বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চায়। তিনি আরও বলেন, “দীন’এর ‘আহার’ কর্মসূচির অধীনে পর্যায়ক্রমে এলাকার ৫০জন করে দুঃস্থ মহিলাদের সাহায্য করা হবে। এরকম একজন দুঃস্থ পৌঢ়া রেখা ঘোষ বলেন, “লকডাউনে আমাদের কষ্টের কথা জেনে ট্রাস্ট যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তার জন্য আমরা সর্বাত্মক ভাবে কৃতজ্ঞ”। এই কথা বলার সময় পরিচারিকার কাজ হারানো রত্নার চোখে জল পড়তে দেখা যায়। খুবই কষ্টের মধ্যে থেকেও এই যৎসামান্য সাহায্য তাদের বাঁচার রসদ জোগাবে বেশ কিছু দিনের জন্য, এমনই মত স্থানীয় বাসিন্দাদের । সকলের মুখে এক কথা, “চন্দনা মেমোরিয়াল ট্রাস্ট” আমাদের মতো গরীবদের সাথে, গরীবদের পাশে আছে, এটা কম গর্বের নয়। উল্লেখ্য, এই ট্রাস্টটি ২০১৯ সালের এপ্রিল মাসে পশ্চিমবঙ্গ সরকারের সোসাইটিস অ্যাক্ট,১৯৬১ দ্বারা নিবন্ধীকৃত। এটি মূলত নারী ও শিশু কল্যাণে নিয়োজিত একটি বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন। এর আগে শিশু শিল্পী অণ্বেষণ কর্মসূচি, বর্ণাঢ্য ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান, দুঃস্থ ও অনগ্রসর শিশুদের জন্যে “সব পেয়েছির আসর”, দুঃস্থ মহিলাদের জন্য ‘বিউটিশিয়ান সামার কোর্স’, “অন্নোদয় যোজনা” ইত্যাদি কর্মসূচি সাফল্যের সাথে রূপায়িত করেছে। আগামীদিনে “মাতৃমঙ্গল”ক্যারাটে প্রশিক্ষণ কর্মসূচি “দূহিতা” , শিশুদের জন্য কাউন্সেলিং প্রোগ্রাম “মনের কথা” সহ নানা ধরনের কর্মসূচি রূপায়ণে দায়বদ্ধ থাকবে এই সংস্থা । কারণ- বিশ্বাস, ভালোবাসা আর সাফল্য চন্দনা মেমোরিয়াল ট্রাস্ট এর মূলমন্ত্র। ট্রাস্ট-এর পক্ষ থেকে সকলকে সতর্কতা মেনে ঘরে থেকে লকডাউনকে সফল করার জন্য বার্তা দেওয়া হয়।

spot_img

Related articles

আম্বেদকর মূর্তির রেলিংয়ে ধাক্কা লরির! ভোরের কলকাতায় এড়ানো গেল বড় দুর্ঘটনা

বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল সোমবার ভোরে রেড রোডে। নিরাপত্তায় মোড়া রেড রোডে সোমবার ভোরে একটি লরি সোজা এসে...

শীতলতম কল্যাণী: চলতি সপ্তাহে কলকাতায় পারদ ছোঁবে ১২ ডিগ্রি

শুধু শীতের আমেজ নয়, গোটা বাংলা এ বছরের শীতে হাড় কাঁপানো ঠাণ্ডাতেই অভ্যস্ত হয়ে উঠেছে। সেই অভ্যাসে নতুন...

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস...