Monday, November 10, 2025

কেন্দ্রীয় দলকে সহযোগিতার আশ্বাস রাজ্যের,স্বাগত জানালো কেন্দ্র

Date:

সুর অনেকটাই নরম করে দিল্লি থেকে আসা কেন্দ্রীয় দলকে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস রাজ্যের৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাকে লেখা এক চিঠিতে মুখ্যসচিব রাজীব সিনহা বলেছেন, রাজ্য সম্পূর্ণভাবে বিপর্যয় মোকাবিলা আইন অনুসারে দেওয়া কেন্দ্রীয় সরকারের নির্দেশ এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে৷ মুখ্যসচিবের এই আশ্বাসকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্মসচিব পুণ্যসলিলা শ্রীবাস্তব এক বিবৃতিতে স্বাগত জানিয়েছেন৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাকে লেখা চিঠিতে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা বলেছেন :

◾ কেন্দ্রীয় দলের সঙ্গে রাজ্য সরকার সহযোগিতা করেনি, এমন ঘটনা ঘটেনি৷

◾ আসলে, এই দুই কেন্দ্রীয় দল যে রাজ্যে আসছে, তার আগাম কোনও খবর রাজ্যের কাছে সঠিক সময়ে ছিল না৷

◾রাজ্যের সঙ্গে আলোচনা না করেই এই দুই দল পৌঁছে যায়৷ ফলে কেন্দ্রীয় দলকে পরিকাঠামোগত সহায়তা করার কোনও সুযোগই রাজ্য পায়নি৷

◾কেন্দ্রীয় দলও এ ধরনের কোনও সহযোগিতা রাজ্যের কাছে চায়নি৷

◾ কেন্দ্রের একটি দল নিজেরাই কলকাতায় বিএসএফ অতিথিনিবাসে এবং দ্বিতীয় দলটি শিলিগুড়ির এসএসবি অতিথিনিবাসে চলে যায়৷

◾ এই প্রসঙ্গে জানাই, কলকাতায় আসা কেন্দ্রীয় দলের নেতা অপূর্ব চন্দ্র ২০ এপ্রিল আমার দফতরে আসেন এবং আমাদের মধ্যে লকডাউন ও অন্যান্য বিষয়ে আলোচনা হয়৷ রাজ্য এ ব্যাপারে ইতিমধ্যেই কোন ধরনের পদক্ষেপ করেছে, তা জানানো হয় কেন্দ্রীয় দলের নেতাকে৷

◾ উত্তরবঙ্গের কেন্দ্রীয় দলের নেতা বিনীত যোশির সঙ্গেও আমার বিস্তারিত কথা হয়৷

◾ ২০ এপ্রিল আমি নিজে কেন্দ্রীয় দল কলকাতায় যেখানে আছে, সেই বিএসএফ অতিথিনিবাসে গিয়ে বিস্তারিত আলোচনা করি এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ করি৷

◾ কেন্দ্রীয় দল শহরের নিদিষ্ট কিছু এলাকায় সরেজমিনে পরিদর্শন করার কাজও শুরু করেছেন খতিয়ে দেখছে লকডাউন ও অন্যান্য বিধি মানা হচ্ছে কি’না৷

◾ রাজ্য সরকার কেন্দ্রীয় দলকে পূর্ণ সহযোগিতা করবে৷

Related articles

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, ভেন্টিলেটর সাপোর্টে বর্ষীয়ান অভিনেতা

গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র(Veteran actor Dharmendra)। পরিবার সূত্রে খবর, ভেন্টিলেটর সাপোর্টে...

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম, একনজরে তালিকা

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম (Bangla Dairy)। ৫৬ টাকা থেকে ৬০-এ পৌঁছল বাংলার ডেয়ারি...

শেষরক্ষা হল না: মৃত্যু SIR আতঙ্কে বিষপান করা আশার, চিকিৎসাধীন শিশুকন্যা

শেষরক্ষা হল না। মৃত্যু হল SIR আতঙ্কে বিষপান করা ধনিয়াখালির আশা সোরেনের (Asha Soren)। এখনও হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন...

আছড়ে পড়ল সুপার টাইফুন উ-ওয়ং, ফিলিপিন্সে সুনামির স্মৃতি

প্রবল শক্তিশালী সুপার টাইফুন উ-ওয়ং আছড়ে পড়ল ফিলিপিন্সের অরোরা উপকূলে। রবিবার রাতে এই সুপার টাইফুনের (super typhoon) ল্যান্ডফলের...
Exit mobile version