কোনও ভাবেই রোখা যাচ্ছে না করোনা সংক্রমণ। এরই মধ্যে সামনে এলো নয়া তথ্য। একমাত্র চড়া রোদই ধ্বংস করতে পারে এই মারণ ভাইরাসকে। আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটির এক পরীক্ষায় দাবি করা হয়েছে, চড়া রোদেই ধ্বংস হবে করোনা ভাইরাস। উচ্চতাপ ও আর্দ্রতাই করোনা ভাইরাসকে ধ্বংস করতে পারে বলে দাবি বিজ্ঞানীদের।

তবে এর আগে বিজ্ঞানীরা একাধিক দাবি করলেও তা প্রমাণ হয়নি। আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটির দাবি বাইরের কোন বস্তু থেকে সংক্রমণ হওয়ার আশঙ্কা অনেকটাই কম। আবার অতিরিক্ত তাপমাত্রা বা উষ্ণতায় ধ্বংস হয়ে যায় এই ভাইরাস। তবে যেসব জায়গায় আর্দ্রতা কম সেখানে বেশি সতর্ক হতে হবে।