Thursday, May 15, 2025

হলিউডি সিনেমাও হার মানবে৷

ঝাড়গ্রাম পুলিশ লাইনে বৃহস্পতিবার দুপুরে এক জুনিয়র পুলিস কনস্টেবল পুলিশ লাইনের ছাদে উঠে শূন্যে গুলি চালালেন৷ ওই পুলিস কর্মীর নাম বিনোদ কুমার। পুলিস লাইনের সেন্ট্রি হিসাবে কর্মরত৷ গোটা এলাকা পুলিশ ঘিরে ফেলে৷ পুলিশ গোটা এলাকা ঘুরে মাইকিং করে তাঁকে নেমে আসতে অনুরোধ করা হলেও কাজ হয়নি৷ জেলা পুলিশ লাইনের চারতলা ভবনের ছাদ থেকে হঠাৎই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন ওই পুলিশ কনস্টেবল। এখনও পর্যন্ত তাঁর SLR বন্দুক থেকে মোট ৯ রাউন্ড গুলি চালিয়েছেন বলে সূত্রের খবর৷ ঘটনার জেরে তড়িঘড়ি ডিয়ার পার্ক থেকে কদম কানন মোড় পর্যন্ত রাস্তা সিল করে দেওয়া হয়েছে। পাশের নিরাপদ স্থান থেকে পুলিস কর্মীরা মাইকিং করে গুলি চালানোর কারণ জানতে চান। তাঁকে বলা হয় কোনও সমস্যা থাকলে তা জানানোর জন্য। অবিলম্বে সমস্যার সমাধান করে দেওয়া হবে৷ কিন্তু তাঁর পরেও গুলি চালানো বন্ধ হয়নি বলে জানা গিয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ইতিমধ্যেই ঘটনাস্থলে হাজির হয়েছেন এলাকার এসডিওপি, অতিরিক্ত এসপি, আইসি। আনা হয়েছে অ্যান্টি ল্যান্ডমাইন গাড়ি৷ পুলিশের বক্তব্য, ওই নিরাপত্তারক্ষীর কাছে কমপক্ষে ১০০ রাউন্ড গুলি রয়েছে।
লকডাউনে দীর্ঘদিন থানার ভিতরেই বন্দি ওই নিরাপত্তারক্ষী৷ দীর্ঘদিন বাড়ি যেতে না পারার দরুণ অবসাদগ্রস্থ হয়েই এই ঘটনা ঘটাচ্ছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান৷ শেষ খবর পাওয়া পর্যন্ত ওই নিরাপত্তারক্ষীকে ছাদ থেকে নামানো যায়নি৷

Related articles

মুখ্যমন্ত্রী হতে চেয়ে উন্নয়নে বাধা শুভেন্দুর, বাংলার ক্ষতি বিজেপির: তৃণমূল যোগ দিয়ে বিস্ফোরক বার্লা

লক্ষ্মীবারের দুপুরে পদ্ম শিবিরে যোগ ধাক্কা। বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা (John...

দল নির্বাচনের আগে সিদ্ধি বিনায়কের মন্দিরে গৌতম গম্ভীর

ভারতীয় দল নির্বাচনের আগে মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে(Siddhi Vinayak Temple) সস্ত্রীক গৌতম গম্ভীর(Gautam Gambhir)। আগামী মাসেই ইংল্যান্ডের(England) বিরুদ্ধে...

বিধানসভায় তাপস সাহাকে শেষ শ্রদ্ধা বিমান-অভিষেক-ফিরহাদদের

প্রয়াত তৃণমূল(TMC) বিধায়ক(MLA) তাপস সাহা(Tapash Saha)। বৃহস্পতিবার, বিধানসভায় প্রয়াত বিধায়ককে শ্রদ্ধা জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee), তৃণমূলের সর্বভারতীয়...

৬৭২ বাতিতে সেজে উঠবে দিঘার জগন্নাথ মন্দির, কাজ শুরু করল হিডকো

উদ্বোধনের মুহূর্ত থেকেই মন্দিরে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। প্রতিনিয়ত সেজে উঠছে মুখ্যমন্ত্রীর(Chief Minister) নেতৃত্বে তৈরী দিঘার জগন্নাথ মন্দির(Digha...
Exit mobile version