Wednesday, August 27, 2025

হলিউডি সিনেমাও হার মানবে৷

ঝাড়গ্রাম পুলিশ লাইনে বৃহস্পতিবার দুপুরে এক জুনিয়র পুলিস কনস্টেবল পুলিশ লাইনের ছাদে উঠে শূন্যে গুলি চালালেন৷ ওই পুলিস কর্মীর নাম বিনোদ কুমার। পুলিস লাইনের সেন্ট্রি হিসাবে কর্মরত৷ গোটা এলাকা পুলিশ ঘিরে ফেলে৷ পুলিশ গোটা এলাকা ঘুরে মাইকিং করে তাঁকে নেমে আসতে অনুরোধ করা হলেও কাজ হয়নি৷ জেলা পুলিশ লাইনের চারতলা ভবনের ছাদ থেকে হঠাৎই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন ওই পুলিশ কনস্টেবল। এখনও পর্যন্ত তাঁর SLR বন্দুক থেকে মোট ৯ রাউন্ড গুলি চালিয়েছেন বলে সূত্রের খবর৷ ঘটনার জেরে তড়িঘড়ি ডিয়ার পার্ক থেকে কদম কানন মোড় পর্যন্ত রাস্তা সিল করে দেওয়া হয়েছে। পাশের নিরাপদ স্থান থেকে পুলিস কর্মীরা মাইকিং করে গুলি চালানোর কারণ জানতে চান। তাঁকে বলা হয় কোনও সমস্যা থাকলে তা জানানোর জন্য। অবিলম্বে সমস্যার সমাধান করে দেওয়া হবে৷ কিন্তু তাঁর পরেও গুলি চালানো বন্ধ হয়নি বলে জানা গিয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ইতিমধ্যেই ঘটনাস্থলে হাজির হয়েছেন এলাকার এসডিওপি, অতিরিক্ত এসপি, আইসি। আনা হয়েছে অ্যান্টি ল্যান্ডমাইন গাড়ি৷ পুলিশের বক্তব্য, ওই নিরাপত্তারক্ষীর কাছে কমপক্ষে ১০০ রাউন্ড গুলি রয়েছে।
লকডাউনে দীর্ঘদিন থানার ভিতরেই বন্দি ওই নিরাপত্তারক্ষী৷ দীর্ঘদিন বাড়ি যেতে না পারার দরুণ অবসাদগ্রস্থ হয়েই এই ঘটনা ঘটাচ্ছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান৷ শেষ খবর পাওয়া পর্যন্ত ওই নিরাপত্তারক্ষীকে ছাদ থেকে নামানো যায়নি৷

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version