Monday, November 17, 2025

বীরভূম এবং ঝাড়খণ্ড সীমানা পরিদর্শন করলেন বর্ধমান রেঞ্জের আইজি ভরতলাল মিনা। বৃহস্পতিবার, বীরভূম সফরে গিয়ে তিনি আন্তঃরাজ্য সীমানায় নাকা চেকিং ব্যবস্থা খতিয়ে দেখেন। পাশাপাশি, ঝাড়খণ্ডের কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গেও কথা বলেন। সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার শ্যাম সিং সহ অন্যান্য আধিকারিকরা।
রাজ্য পুলিশের বর্ধমান রেঞ্জের আইজি ভরতলাল মিনা এদিন বীরভূম জেলায় যান। তিনি সিউড়ি ও মহম্মদ বাজার থানা এলাকার সীমানা ঘুরে দেখলেন। প্রথমে তিনি সিউড়ি থানার দিঘুলি পরিদর্শন করেন। পরে ছাগলকুরিতে যান। ওই দুটি জায়গায় যে পুলিশি ব্যবস্থা এবং অস্থায়ী বাঙ্কার রয়েছে সেগুলি দেখেন। আইজি কথা বলেন, ঝাড়খণ্ড রাজ্যের কর্তব্যরত পুলিশের সঙ্গে। তিনি জানতে চান তাদের পক্ষ থেকে সীমানা পারাপার বন্ধ করতে কী কী ব্যবস্থা রয়েছে? কতক্ষণ ডিউটি করেন তাঁরা? একই সঙ্গে বীরভূম পুলিশের সঙ্গে তাঁদের কথা হয় কি না তাও জানতে চান। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সঙ্গে ঝাড়খণ্ড সীমানায় বারোটি স্থায়ী নাকা চেকিং পয়েন্ট রয়েছে। এছাড়াও বর্তমান লকডাউন পরিস্থিতিতে বেশ কয়েকটি অস্থায়ী নাকা চেকিং করা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে।
সাধারণ মানুষের যাতায়াত বন্ধ থাকলেও অসুস্থতার ক্ষেত্রে প্রবেশে মানবিক কারনে ছাড় দেওয়া হয়েছে। বর্ধমান রেঞ্জের আইজি ভরতলাল মিনা বলেন,” করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে যে লকডাউন চলছে তাতে বীরভূম জেলার সঙ্গে ঝাড়খন্ড রাজ্যের আন্তঃরাজ্য সীমানা আছে তার নাকা চেকিং ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে। এছাড়া চিকিৎসার জন্য যারা ওই রাজ্য থেকে এই জেলাতে আসছেন তা নিয়ম মেনেই পদক্ষেপ করা হচ্ছে”।

Related articles

এসটিএফের তল্লাশিতে নায়ারণপুরে গাড়িতে উদ্ধার পাঁচ কোটি

রাজ্যে ফের বিপুল টাকা  উদ্ধার। তবে ইডির হানায় নয়, এসটিএফের(STF) তল্লাশিতে। নায়ারণপুর এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার নগধ...

‘স্বাস্থ্য ইঙ্গিত’-এ সুবিধা পেলেন ৭ কোটি মানুষ! টেলিমেডিসিন পরিষেবা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী

বাংলায় স্বাস্থ্যসেবা আরও এক মাইলফলক ছুঁল। আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Baranjee) নিজে এক্স হ্যাল্ডেলে তথ্য দিয়ে জানালেন। 'স্বাস্থ্য-ইঙ্গিত'...

ঘুমন্ত অবস্থায় জ্বলে গেল বাস! মদিনায় পুড়ে মৃত্যু অন্তত ৪২ ভারতীয়র

মর্মান্তিক দুর্ঘটনা মৃত্যু হল অন্তত ৪২ ভারতীয় তীর্থযাত্রীর। রবিবার মধ্যরাতে সৌদি আরবের (Saudi Arab) মদিনার উমরাহে যাত্রীবাহী বাসের...

বাংলাদেশে মৌলবাদী সংগঠন বাড়াচ্ছেন ইউনূস: সাজা ঘোষণার আগে সরব শেখ হাসিনা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে ঘোষণা হবে সাজা। তাতে মৃত্যুদণ্ডের সম্ভাবনা। তা সত্ত্বেও বহু বছরের প্রচেষ্টায় যে আওয়ামী লিগকে প্রতিষ্ঠা...
Exit mobile version