Thursday, August 21, 2025

বাঙ্গুরের কোভিড বিল্ডিংয়ে না গিয়ে পাশের সাধারণ হাসপাতালে কেন্দ্রীয় দল! প্রশ্ন সংশ্লিষ্ট মহলে

Date:

বুধবার দিনভর দক্ষিণ কলকাতার গুরুসদয় দত্ত রোডে বিএসএফ হেড কোয়ার্টাসে দিনভর রুদ্ধদ্বার বৈঠকের পর আজ, বৃহস্পতিবার ফের শহরের বুকে ছুটলো কেন্দ্রীয় প্রতিনিধি দলের কনভয়। এদিন প্রতিনিধি দলের সদস্যরা মূলত দুটি হাসপাতালে সরেজমিনে পরিদর্শন করেন।

সকালের দিকে বিএসএফ সদর দফতর থেকে বেরিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দল যায় রাজারহাটে চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার প্রতিষ্ঠানে। যেটি এখন কোয়ারেন্টাইন সেন্টার। পুরো কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শনে করেন প্রতিনিধি দলের সদস্যরা। তাঁদের সঙ্গে ছিলেন রাজ্য সরকারের প্রতনিধিরাও।

রাজারহাটে তাঁরা কর্তব্যরত বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেন। কীভাবে পরিস্থিতির মোকাবিলা করা হচ্ছে, কী পদ্ধতিতে চিকিৎসা চলছে? টেস্ট পর্যাপ্ত হচ্ছে কিনা? পর্যাপ্ত পিপিই রয়েছে কিনা, সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে কিনা, তা নিয়ে আলোচনা করেন বলে জানা গিয়েছে।

এরপর রাজরাহাট কোয়ারেন্টাইন সেন্টার বেরিয়ে তাঁরা সোজা আসেন দক্ষিণ কলকাতার টালিগঞ্জের এম আর বাঙুর হাসপাতালের দিকে। এই হাসপাতালই এখন রাজ্যের সবচেয়ে বড় কোভিড হাসপাতাল। এখানে ৫৮২টি বেড রয়েছে। সবচেয়ে বেশি আক্রান্তও ভর্তি রয়েছেন এই হাসপাতালেই।

কিন্তু কোনও এক অজানা কারণে এম আর বাঙ্গুর কোভিড হাসপাতাল তাঁরা পরিদর্শন করেননি। সেখানকার দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গেও কথা বলতে দেখা যায়নি তাঁদের। পরিবর্তে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা এম আর বাঙুর কোভিড হাসপাতালের পাশেই এম আর বাঙুর জেনারেল হাসপাতালে ঢোকেন।

এ রাজ্যের করোনা পরিস্থিতি দেখতেই কলকাতা শহরে এসেছে কেন্দ্রের এই প্রতিনিধি দল। কিন্তু কেন কোভিড হাসপাতালে না গিয়ে পাশের জেনারেল হাসপাতালে তাঁরা গেলেন? তা নিয়ে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Related articles

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় প্রাইম টাইমে ৪ বাংলা ছবি, স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...
Exit mobile version