Saturday, November 15, 2025

সংবাদমাধ্যমের স্বাধীনতা: বিশ্বের ১৮০টি দেশের তালিকায় ভারতের স্থান এখন ১৪২

Date:

Freedom of Press বা সংবাদমাধ্যমের স্বাধীনতার নিরিখে আরও দু’ধাপ নীচে নামল ভারত। ২০১৯-এ ছিলো ১৪০-এ, এখন ১৪২ নম্বরে৷

প্রতি বছরের মতো এ বারেও সংবাদমাধ্যমের স্বাধীনতার নিরিখে ১৮০টি দেশের তালিকা প্রকাশ করেছে ‘Reporters Without Borders’ বা ‘রিপোর্টারস উইদাউট বর্ডারস’ সংস্থা ৷ ওই তালিকায় আছে দুনিয়ার ১৮০টি দেশ৷ সেই তালিকায় ভারতের র‍্যাঙ্ক এখন ১৪২ নম্বর৷ গত বছর প্রকাশিত এই তালিকায় ভারতের স্থান ছিল ১৪০। চলতি বছরে আরও খারাপ হল।

তালিকায় এই নিয়ে পর পর ৪ বছর ধরে প্রথম স্থানে রয়েছে নরওয়ে৷ গত ৪ বছর ধরেই শীর্ষস্থান ধরে রেখেছে তারা। তালিকার শেষ নাম উত্তর কোরিয়া ।

তালিকায় ভারতের স্থান আরও দু’ ধাপ নেমে যাওয়ার পেছনে গত বছর কাশ্মীরে বিশেষ মর্যাদা তুলে দেওয়ার ঘটনা সম্পর্কিত বলেই মন্তব্য করেছ ‘রিপোর্টারস উইদাউট বর্ডারস।’
২০১৯- এ কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করার পর থেকেই ওই রাজ্যজুড়ে অচলাবস্থা নেমে আসে। যোগাযোগের সমস্ত মাধ্যম বন্ধ করে দেওয়া হয়৷ বন্ধ হয় ইন্টারনেট পরিষেবা। গোটা কাশ্মীর জুড়ে জারি করা হয় অনির্দিষ্ট কালের জন্য অলিখিত লকডাউন।

এই রিপোর্টে বলা হয়েছে, সাংবাদিকতার ক্ষেত্রেও এর প্রভাব পড়েছে। কঠিন হয়ে দাঁড়ায় কাশ্মীরের খবর গোটা দেশে স্বাধীন ভাবে প্রকাশ করা। রিপোর্টে এই ব্যাপারটির উল্লেখ আছে বিশেষ গুরুত্ব দিয়েই৷ সদ্য প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়েছে, ভারতে সাংবাদিকদের ওপর রাজনৈতিক চাপ, পুলিশি অত্যাচার দিনের পর দিন বাড়ছে৷ এর ফলে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে যথেষ্ট অসুবিধা হচ্ছে।সাংবাদিকতার ক্ষেত্রে ভারতের হিন্দুত্ববাদী রাজনীতিও সমানভাবে দায়ী বলে রিপোর্টে বলা হয়েছে৷

Related articles

এজরা স্ট্রিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড! বেআইনি নির্মাণে কড়া পদক্ষেপ: জানালেন মেয়র, নিয়ম মেনে ব্যবসার বার্তা সুজিতের

সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড বড়বাজারের (Barobazar) এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে। দমকলের (Fire Brigade) ২০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন (Fire)...

ক্রমশ কাজের চাপ বাড়াচ্ছে কমিশন: জেলায় জেলায় বিক্ষোভে BLO-রা

নির্বাচনী এসআইআর প্রক্রিয়ায় সাধারণ নাগরিকদের যাতে লাইনে দাঁড়াতে না হয়, তার জন্য কমিশনের তরফে প্রতিনিধি বুথ লেভেল অফিসাররা...

গিলের চোট নিয়ে উদ্বেগ, বেশি রানের লিড নিতে ব্যর্থ ভারত

আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই ভারতীয় শিবিরের চোটের উদ্বেগ। শনিবার দিনের শুরুতেই ঘাড়ের ব্যাথা নিয়ে মাঠ ছাড়লেন...

এসআইআর আতঙ্ক: ফর্ম ফিলাপের আতঙ্কে ব্রেন স্ট্রোক আক্রান্ত প্রৌঢ়

এসআইআর আরও এক কতটা জটিল একজন সাধারণ গ্রামের মানুষের কাছে তার আরও এক প্রমাণ মিলল। কখনও নামের বানান,...
Exit mobile version