Monday, January 19, 2026

রাজ্যে বিরোধী অপপ্রচারের মোকাবিলায় আসরে এবার প্রশান্ত কিশোর, কণাদ দাশগুপ্তর কলম

Date:

Share post:

কণাদ দাশগুপ্ত

এবার ‘প্রত্যাঘাত’!

বাংলায় করোনা মোকাবিলায় প্রশাসনিক পদক্ষেপের সমালোচনায়
কেন্দ্র ও বিজেপি যেভাবে বিভ্রান্তিমূলক প্রচার চালাচ্ছে, এবার তার পাল্টা দিতে চলেছে তৃণমূল৷

সূত্রের খবর, কেন্দ্রের এই একতরফা অপপ্রচারের বিরুদ্ধে প্রচার কৌশল সাজানোর জন্য প্রচার-বিশেষজ্ঞ প্রশান্ত কিশোরকে দ্রুত রাজ্যে আসতে বলা হয়েছে৷ জানা গিয়েছে, প্রশান্ত কিশোর কার্গো ফ্লাইটে ধরে কলকাতায় পৌঁছেও গিয়েছেন৷

পশ্চিমবঙ্গ সরকারের করোনা-যুদ্ধ নিয়ে একতরফাভাবে বিজেপির আইটি সেল অপপ্রচার চালিয়ে যাচ্ছে৷ কেন্দ্রীয় সরকারের কিছু পদক্ষেপও এই অপপ্রচারে মদত দিচ্ছে৷ সোশ্যাল মিডিয়ায় এ ধরনের একতরফা প্রচারের জেরে রাজ্য সরকারের গঠনমূলক লড়াই নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে৷ এবার সে সবের মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শাসক দল৷ সে কারনেই ডেকে আনা হয়েছে প্রশান্ত কিশোরকে৷ করোনা এবং করোনা – মোকাবিলা নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের কার্যত ঠাণ্ডা লড়াই এতদিন ধরে চলছে৷ এবার প্রকাশ্যে সঠিক চিত্র তুলে ধরে রাজ্যবাসীকে আশ্বস্ত করতে চাইছে তৃণমূল৷

করোনা- সংকট মোকাবিলায় নিজেই পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওদিকে রাজ্যের সঠিক পদক্ষেপগুলির সমালোচনার কাজও সমানে চালিয়ে যাচ্ছে বিজেপি৷ এই অপপ্রচারকে কাউন্টার করে সঠিক তথ্য তুলে ধরতে বলা হয়েছে প্রশান্ত কিশোরকে৷ শহরে আসার পরই তাঁকে গোটা পরিস্থিতি ‘ব্রিফ’ করা হয়৷
জানা গিয়েছে, প্রশান্ত কিশোর ইতিমধ্যেই প্রথম দফায় সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া চ্যানেলগুলিতে পাল্টা ‘আক্রমণাত্মক’ অভিযানের খসড়া তৈরি করে ফেলেছেন৷ করোনা-পরীক্ষা পর্যাপ্ত না হওয়া, পিডিএসে অব্যবস্থা, বিশেষ কিছু অঞ্চলে লকডাউন বিধি লঙ্ঘিত ইত্যাদি বিষয়ে ভুল তথ্য সামাজিক মাধ্যমে এনেছে বিজেপি৷ বিজেপির একাধিক নেতা-মন্ত্রীও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছেন, হাসপাতালের চিকিৎসক এবং ফ্রন্টলাইন যোদ্ধাদের নিয়ে নানা গল্প, ইত্যাদি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিজেপির একাধিক নেতা-মন্ত্রী৷

চরম এই সংকটকালেও কেন্দ্রের শাসকদল সংকীর্ণ দলীয় রাজনীতি চালিয়ে যাচ্ছে বলেই মনে করছে তৃণমূল৷ এই ধরনের অপপ্রচার দেখেও মুখ্যমন্ত্রী নীরবে করোনা-যুদ্ধ চালিয়ে গিয়েছেন৷ কিন্তু এখন তৃণমূল মনে করছে, এ ধরনের অপপ্রচার সীমা ছাড়াচ্ছে৷ তাই এ সবের কাউন্টার করা এবং এই অতিমারির সময়ে কেন্দ্র ঠিক কোন ধরনের সাহায্য এ পর্যন্ত করেছে, মানুষের সামনে তা তুলে ধরা প্রয়োজন৷ এই কারনেই দল প্রশান্ত কিশোরের পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷

প্রশান্ত কিশোরও কাজ শুরু করে দিয়েছেন৷ আর ২-১ দিনের মধ্যেই মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় আসতে চলেছে করোনা-যুদ্ধে রাজ্য প্রশাসন ও শাসক দলের ভূমিকার ইতিবৃত্ত৷

spot_img

Related articles

SIR শুনানি আতঙ্কে সুইসাইড নোট লিখে আত্মঘাতী: চার মৃত্যু রাজ্যে

শুনানির নামে যে হয়রানি চালাচ্ছে নির্বাচন কমিশন, তাতে কমিশনের আসল খেলা প্রকাশ্যে এসে গিয়েছে অনেক আগেই। কিন্তু যেভাবে...

নাবালিকাকে নির্যাতন CRPF কনস্টেবলের, স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে রক্ত: কটাক্ষ তৃণমূলের

সিআরপিএফ ক্যাম্পে নাবালিকা নির্যাতন! ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার এক সিআরপিএফ ক্যাম্পে। যেখানে এক ১০ বছরের নাবালিকার (Minor girl...

T20 WC: বাংলাদেশকে পাল্টা চাপে ফেলল আইসিসি, খেলতে তৈরি বিকল্প দেশও

টি-টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup) শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি আছে। এরমধ্যে কূটনৈতিক বিষয়কে ক্রিকেট মাঠের মধ্যে...

বেহালায় ফ্ল্যাট থেকে উদ্ধার দূরদর্শনের সঙ্গীতশিল্পীর রক্তাক্ত দেহ

বেহালার ফ্ল্যাট থেকে উদ্ধার মহিলার গলাকাটা দেহ। সোমবার সকালে তাঁদের ঘর থেকে উদ্ধার হয় মহিলার রক্তাক্ত দেহ (Behala...