অর্ণব গোস্বামীকে একহাত নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। অর্ণব গোস্বামী প্রসঙ্গে বলতে গিয়ে সোমেন বলেন, সোনিয়া গান্ধী যে ইটালিয়ান সেটা সবাই জানে বহু বিদেশিনী এখানে এসে নিজে নিজে যশ খ্যাতির বিচারে প্রতিষ্ঠিত হয়েছে যেমন ভগিনী নিবেদিতা !!এখন তিনি যে বিদেশিনী সে প্রশ্ন উঠছে কেন এবং সন্ত যারা খুন হয়েছিল সেই সব খুনিকে বার করে জাতি-ধর্ম-নির্বিশেষে তাদের অবিলম্বে শাস্তি দেওয়া উচিত! অর্ণব গোস্বামী একজন সাংবাদিক কিনা, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সোমেন। তাঁর বক্তব্য অর্ণব গোস্বামী সোনিয়া গান্ধী কে যে ভাষায় তিনি বলেছেন সেটা একটা রক বসা ছেলের মত। কিন্তু একজন সাংবাদিক হিসেবে এটা বাঞ্ছনীয় নয় ! তিনি আরও বলেন এই ধরনের যারা মন্তব্য করেছে তাদের বিরুদ্ধে সব জায়গায় এফআইআর করা উচিত এবং একজন মহিলাকে এভাবে আক্রমণ করা উচিত নয় বললেন কংগ্রেস সভাপতি রাজ্য সৌমেন মিত্র।



