ব্যবসায়ীর মৃত্যু করোনায়, এশিয়ার বৃহত্তম পাইকারি বাজারে বন্ধ দোকান

করোনা আতঙ্কে বন্ধ দিল্লির আজাদপুর মান্ডির অন্তত ৩০০টি দোকান। যা এশিয়ার বৃহত্তম পাইকারি বাজার। কিছু দিন আগে ওই বাজারের এক ব্যবসায়ীর করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। তাঁর সংস্পর্শে আসা অন্তত ১৭ জনের নমুনা পরীক্ষায় পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন ওই ব্যবসায়ী। গত ১৪ এপ্রিল তাঁর নমুনা পরীক্ষার পর দেখা যায় তিনি করোনায় আক্রান্ত। মঙ্গলবার মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। উত্তর দিল্লির জেলাশাসক দীপক শিণ্ডে বলন, “১৭ জন বাদে কেউ ওই ব্যবসায়ীর সংস্পর্শে এসেছিলেন কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।”

ঘটনা সামনে আসার পর আজাদপুর মান্ডির প্রায় ৩০০টি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। বাকি দোকানগুলি যাতে লাভডাউনের নিয়ম মেনে চলে সেদিকে নজর রাখছে প্রশাসন। বড় বাজার হলেও একসঙ্গে ১০০০ জনের বেশি মানুষকে জমায়েত করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বেঁধে দেওয়া হয়েছে সবজি ফল কেনার সময়।

Previous articleকরোনাযুক্ত মৃত ৫৭, স্বীকার করে নিলেন মুখ্যসচিব
Next articleসুর নরম, এবার অন্যের ঘাড়ে দায় চাপাচ্ছেন মুখ্যসচিব