Monday, May 5, 2025

ছত্রে ছত্রে তোপ দেগে ১৪ পাতার দ্বিতীয় চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী রাজ্যপালকে à§« পাতার চিঠি দিয়ে এই পত্রযুদ্ধের সূচনা করেছিলেন৷ সেই à§« পাতার উত্তরে দু’দফায় মোট ১৯ পাতায় উত্তর দিয়েছেন রাজ্যপাল à§·

বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রীর চিঠির উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায়কে “সাংবিধানিকভাবে ব্যর্থ একজন মুখ্যমন্ত্রী” বলেছিলেন রাজ্যপাল৷

আর শুক্রবার বেলার দিকে দ্বিতীয় চিঠিতে সরাসরি “করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী ব্যর্থ” বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযুক্ত করলেন রাজ্যপাল।

রাজ্যপালের দ্বিতীয় চিঠিতে মোট ৩৭ অনুচ্ছেদ রয়েছে৷ প্রতিটি অনুচ্ছেদেই কড়া সমালোচনা করা হয়েছে মুখ্যমন্ত্রীর ৷ রাজ্যপাল বলেছেন,

◾করোনা মোকাবিলায় আপনি সম্পূর্ণ ব্যর্থ।

◾ব্যর্থতা ঢাকতে কৌশলে আপনি দৃষ্টি ঘোরাচ্ছেন।

◾আপনার চিঠিতে অপ্রাসঙ্গিক অজুহাতের কথাই বেশি৷

◾ আপনি নিজের ব্যর্থতা ঢাকতে চিঠিতে এত অজুহাত দিয়েছেন।

◾মাইক,ঝাঁটা হাতে কোনও মুখ্যমন্ত্রীকে মানায় না৷

◾আপনি আপনার অন্তরাত্মার কথা শুনুন।

◾আপনি আইনের ঊর্ধ্বে নন।

◾সুপ্রিম কোর্টও সেই কথাই বলেছে।

◾আপনি খোলাখুলিভাবে সংখ্যালঘু তোষণ করছেন।

◾আপনাকে নিজামউদ্দিনের ঘটনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল।

◾আপনি বলেছিলেন এই প্রশ্ন সাম্প্রদায়িক প্রশ্ন।

◾এই বক্তব্য আমার কাছে একেবারেই গ্রহণযোগ্য নয়।

◾CAA নিয়ে আপনি গণভোটের প্রস্তাব দিয়েছেন।

◾প্রস্তাব দিয়েছিলেন রাষ্ট্রসংঘকে।

◾আপনি সংবিধান অবমাননা করেছেন।

◾এই বাংলা বিধানচন্দ্র রায়ের মতো মুখ্যমন্ত্রী দেখেছে।

◾আপনি ওনার মত মুখ্যমন্ত্রী হতে পারতেন।

◾এমন মুখ্যমন্ত্রী হতে পারতেন যে রাজ্যে রেশন কেলেঙ্কারি হয়না।

◾এমন মুখ্যমন্ত্রী হতে পারতেন যে রাজ্যে জনতার টাকা লুঠ হয় না।

◾আপনি করোনা- তথ্য লুকাচ্ছেন।

◾আইসোলেশন ওয়ার্ডের অন্দরে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করে সব কিছু ঢাকতে চাইছেন৷

◾আপনার এই ‘কভার আপ’ প্রক্রিয়া খুবই বেদনাদায়ক৷

◾অক্ষম মানুষের স্বার্থে আপনি লড়াইয়ের মুখোমুখি দাঁড়ান৷

◾কেন্দ্রীয় দল এ রাজ্যে কাজ করতে পারছে না।

◾আপনি চিঠিতে আম্বেদকরের কথা বলছেন।

◾ অথচ আপনিই সংবিধানকে অবজ্ঞা করছেন।

◾আপনার এই বক্তব্যের
থেকে বড় পরিহাস আর কিছু হয়না।

◾এখন মমতা বন্দ্যোপাধ্যায় বা তাঁর দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজ্যপাল বা জগদীপ ধনকড়ের লড়াইয়ের সময় নয়৷

◾ মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা দু’জনই সংবিধানের প্রতি দায়বদ্ধ৷ আপনি সংবিধান মেনে কাজ করবেন৷ আর আমি সংবাধানের শর্ত যাতে পূরণ হয় সেদিকে লক্ষ্য রাখবো৷

◾আপনি জেনে রাখুন, রাজভবনে আপনার একটি বন্ধু আছে৷

◾যে বন্ধু সাধারন মানুষের কল্যাণে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে জানে৷

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version