এম আর বাঙ্গুর হাসপাতালের ভাইরাল ভিডিও নিয়ে বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। তাতে এক ব্যক্তির দাবি করেন, সেটি বাঙ্গুরের আইসোলেশন ওয়ার্ডের ছবি। করোনা সন্দেহে ভর্তি রোগীদের পাশেই কয়েকটি মৃতদেহ পড়ে আছে।
সেই ভিডিও রিটুইট করেন বাবুল সুপ্রিয়। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তদন্তের আর্জি জানান আসানসোলের বিজেপি সাংসদ। এই ভিডিও শেয়ার করার পরই তার সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনরা। তাঁদের জবাব দিতে গিয়েই ওই ব্যক্তি নাম, পরিচয়, মোবাইল নম্বর এমনকি বাড়ির ঠিকানাও পোস্ট করে দেন কেন্দ্রীয় মন্ত্রী।
এরপরই বিপাকে পড়েন ওই ব্যক্তি। তিনি জানান, “হাসপাতাল থেকে ছাড়া পেলেও বাড়ি ফিরতে পারছি না। খুনের হুমকি দেওয়া হচ্ছে। বাবুল সুপ্রিয়কে আমি ব্যক্তিগতভাবে চিনি না। কিন্তু তথ্য প্রকাশ করার অধিকার ওঁকে কে দিয়েছে?”