Monday, November 3, 2025

ধূমকেতুর প্রশংসায় পঞ্চমুখ: পরিচালক কৌশিকের মুনশিয়ানা সৃজিতের মুখে

Date:

একের পর এক যেভাবে বাংলা চলচ্চিত্রের সব রেকর্ড ভেঙে দিয়ে এগিয়ে চলেছে ‘ধূমকেতু’, তাতে একটা সাস্কেস পার্টি তো দরকার ছিলই। শনিবার সেই স্পেশাল স্ক্রিনিং ও সাফল্যের পার্টিতে স্বাভাবিকভাবে ছিল চাঁদের হাট। একদিকে ধূমকেতুর (Dhumketu) সাফল্যে যেভাবে দেশুর (DeSu) প্রশংসা সব বিশেষণ পার করেছে। তেমনই কৃতিত্বের নতুন পালক জুড়েছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। কৌশিকের মুকুটে নতুন পালন শনিবার জুড়লেন আরেক পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। রাঁধুনি হিসাবে যে কাজ কৌশিক করেছেন, তার বর্ণনা করতে গিয়ে একেবারে মাল্টি কুইসিন পদ তুলে ধরলেন সৃজিত।

শনিবার সাফল্যের পার্টিতে যোগ দিয়েছিলেন সৃজিতও। যেভাবে ধূমকেতুতে দেব নতুন অবতারে অবতীর্ণ হয়েছেন, তার প্রশংসা করে সৃজিত সোশ্যাল মিডিয়ায় লেখেন, ধূমকেতুকে একেবারে সহজেই দেবের সর্বকালের বহুস্তরীয় ও সূক্ষ্ম অভিনয়ের কর্মদক্ষতা।

সেই সঙ্গে কৌশিক গঙ্গোপাধ্য়ায়ের প্রশংসা করতে গিয়ে রীতিমত মাল্টিকুইসিন রান্না সেরে ফেলেন সৃজিত। তার কথায়, কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) মধ্যে যে ফরাসী রাঁধুনি রয়েছেন তিনি তন্দুরির রান্নাটিকে মশালাদার মেলোড্রামা দিয়ে এত পরিপূর্ণ সহজভাবে রান্না করেছেন, যার উপর নিজের স্বভাবসিদ্ধ দাগ তিনি রেখেছেন বেগুনের স্প্রিঙ্কলের সঙ্গে সুকুমার রায়ের ছোঁয়া দিয়ে।

আরও পড়ুন: যা চাই তাই দেয়, টাকা পেলে দুর্বল স্বামী হতে আপত্তি নেই যিশুর!

সাম্প্রতিক সময়ে যেভাবে প্রযুক্তি ও এআই (AI) চলচ্চিত্র শিল্পকে প্রভাবিত করে চলেছে, সেখানে প্রায় দশ বছর আগে সমান মুনশিয়ানায় পরিচালক কৌশিক গঙ্গোপাধ্য়ায় ধূমকেতু (Dhumketu) তৈরি করেছিলেন, কার্যত সেই বিষয়টিই তুলে ধরতে চাইলেন সৃজিত নিজের প্রশংসার মধ্যে দিয়ে। ঠিক যে মুনশিয়ানার কারণে হলে এসেই এই প্রবল ঝড় তুলতে সাফল্য পেয়েছে দেশুর শেষ ছবি।

Related articles

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...
Exit mobile version