Tuesday, November 4, 2025

বিচ্ছেদের ইতি! গণেশ চতুর্থীতে সস্ত্রীক দেখা দিতে পারেন গোবিন্দা

Date:

গোবিন্দা এবং সুনীতা আহুজার (Govinda & Sunita Ahuja)বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। শুক্রবার জানা গিয়েছিল, সুনীতা নাকি বান্দ্রা আদালতে গোবিন্দর নামে একগুচ্ছ মামলা দায়ের করেছেন। গোবিন্দার বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্ক, গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলেছেন সুনীতা। তবে সমস্ত জল্পনাতে জল ঢেলে গোবিন্দার আইনজীবী ললিত বিন্দ্রা সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরো বিষয়টিকেই গুজব বলে দিলেন। তিনি বলেন, ‘আদালতে কোনও মামলা নেই। সব নিষ্পত্তি হয়ে গিয়েছে। পুরোনো বিষয়কে তুলে আনা হচ্ছে।’ গোবিন্দা-সুনীতার ঘনিষ্ঠমহল সূত্রে খবর, গণেশ চতুর্থীতে আবার নাকি দু’জনকে একসাথে দেখা যাবে। গতকাল জানা গিয়েছিল সুনীতার অভিযোগের উপর ভিত্তি করেই মে এবং জুন মাস নাগাদ আদালত থেকে সমন পাঠানো হয় গোবিন্দাকে। সুনীতা নির্দিষ্ট তারিখে আদালতে হাজিরা দিয়েছেন কিন্তু অনুপস্থিত ছিলেন গোবিন্দা।

তারকা দম্পতিকে নিয়ে বিচ্ছেদ জল্পনা নতুন কিছু নয়। তবে সুনীতা কিছু দিন আগে চণ্ডীগড়ে মহাকালীর মন্দিরে গিয়েছিলেন। সেখানে তিনি পুরোহিতকে বলেন “গোবিন্দাকে স্বামী হিসেবে পেয়েছি। দুই সন্তানের মা হয়েছি। আমাদের দু’জনের মধ্যে যে আসবে তাকে দেবী মা সরিয়ে দেবেন।’ এর আগে বহুবার সুনীতা-গোবিন্দার সম্পর্ক নিয়ে চর্চা হয়েছে। দু’জনের আলাদা বাড়িতে থাকা নিয়েও কথা উঠেছে । যদিও সুনীতা জানিয়েছেন, আলাদা থাকার সাথে বিচ্ছেদের কোনও সম্পর্ক নেই। যদিও মাঝেমাঝে গোবিন্দাকে নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন সুনীতা। তবে এই টানাপোড়েনের মধ্যেও গোবিন্দা-সুনীতার ৩৭ বছরের দাম্পত্য সম্পর্ক এবার কোন দিকে মোড় নেয়, সেটাই দেখতে উৎসুক ভক্তকুল।

Related articles

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...

পাখির চোখ মহিলা ভোটব্যাঙ্ক: ক্ষমতায় এলে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি তেজস্বীর

পথিকৃত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন ভাবে দিচ্ছে দেশের অন্যান্য কয়েকটি রাজ্যের...

প্রয়াণ দিবসে সুব্রতকে স্মরণ, দীর্ঘদিনের সৈনিককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

দক্ষ প্রশাসক, বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের( Subrata Mukharjee) আজ প্রয়াণ দিবস। তাঁর প্রয়াণ দিবসে উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও...

শতবর্ষে ঋত্বিক, কিংবদন্তি পরিচালককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

শতবর্ষে বিশিষ্ট চিত্র পরিচালক ঋত্বিক ঘটক(Ritwik Ghatak)। কিংবদন্তি পরিচালকের জন্মশতবর্ষে নিজের সোশ্যাল হ্যান্ডেলে তাঁকে শ্রদ্ধা জানালেন তৃণমূল কংগ্রেসের...
Exit mobile version