Monday, November 10, 2025

এসআইআর আতঙ্কে রাজ্যে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৭, ২ জন হাসপাতালে চিকিৎসাধীন। কোথাও নাম না থাকার আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সহনাগরিকদের। কোথাও অপমান ও আতঙ্কে আত্মঘাতী হয়েছেন রাজ্যের একাধিক মানুষ। মৃতদের পরিবারগুলির পাশে দাঁড়াতে তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে একটি বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। টিম তৈরি করেছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁরাই এক একটি পরিবারের সঙ্গে কথা বলে ভবিষ্যৎ সম্পর্কে আশ্বস্ত করবেন।

নেতা, জনপ্রতিনিধিদের নিয়ে একটি দল তৈরি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দলের সদস্যরা যারা এসআইআর (SIR) আতঙ্কে আত্মহত্যা (suicide) করেছে তাঁদের পরিবারগুলির কাছে যাবে। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন। এই দলের নেতারা সবসময় মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশ অনুসারে সকল প্রকার সহায়তা প্রদান করবেন।

আরও পড়ুন: তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

শনিবার (প্রথম দিন) এসআইআর আতঙ্কে (SIR fear) যারা আত্মহত্যা করেছেন তাঁদের পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন কোন তৃণমূল নেতারা তার তালিকা প্রস্তুত ইতিমধ্যেই। মৃত প্রদীপ করের পরিবারের সঙ্গে বিকেল ৫টায় দেখা করতে যাবেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম (Samirul Islam), লোকসভার সাংসদ পার্থ ভৌমিক (Parhta Bhowmik)। টিটাগড়ে বিকেল ৪টেয় যাবেন রাজ্যের মন্ত্রী ডাঃ শশী পাঁজা, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। ডানকুনিতে মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা বিকেল ৪টেয় দেখা করতে যাবেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya), তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি সুদীপ রাহা। হুগলিতে যাবেন তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন রাজ্য সভানেত্রী ও পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারপার্সন জয়া দত্ত এবং স্থানীয় নেতারা। উলুবেড়িয়ায় যাবেন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী এবং স্থানীয় নেতারা।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version