বৈঠক করতে বিএসএফ অফিসে মুখ্যসচিব?

প্রতীকী ছবি

কেন্দ্রীয় দলের চতুর্থ চিঠি। আর সেই পত্রবোমার জেরেই নড়েচড়ে বসল নবান্ন। চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ করা হয়েছে চিঠিতে। মূল অভিযোগ মুখ্যসচিবের বিরুদ্ধে। শনিবার কলকাতাতে বিভিন্ন জায়গায় যাওয়ার কথা ছিল দলটির। কিন্তু রাজ্যের কোনও প্রতিনিধি না আসায় দলটি সরেজমিনে পরিদর্শনে যেতে পারেনি। অপূর্ব চন্দ্রর লেখা অভিযোগের চিঠি সংবাদমাধ্যমে আসার পরেই নড়েচড়ে বসে নবান্ন। একটি সূত্রে খবর, বিকেলেই মুখ্যসচিব বালিগঞ্জের বিএসএফ অফিসে আসছেন কেন্দ্রীয় দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার জন্য।

Previous articleলকডাউনের মধ্যে সুখবর সাকিবের পরিবারে
Next articleডিসিপি হুমকি দিয়েছেন! কেন্দ্রীয় দলের নেতার অভিযোগ