নভেল করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে আন্তর্জাতিক তদন্তের আর্জি প্রত্যাখান করেছে চিন। চিনের শীর্ষ কূটনীতিক চেন ওয়েন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এই তথ্য জানিয়েছেন। বিবিসিকে চেন ওয়েন বলেন, এই দাবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এতে করোনা বিশ্ব-মহামারির বিরুদ্ধে যুদ্ধ থেকে চিনের মনোযোগ সরে যাবে।

চিনের দাবি, উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে ছড়িয়েছে করোনাভাইরাস। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সন্দেহ, করোনা নিয়ে বিশ্বে ভুল তথ্য দিচ্ছে চিন। করোনাভাইরাস নিয়ে অবহেলার অভিযোগে চিন সরকারের বিরুদ্ধে মামলাও দায়ের করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্য কর্তৃপক্ষ। বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছন ২৮ লাখ ২৬ হাজার ৯৫১ জন। মারা গিয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৯৪৭ জন।
