করোনা রুখতে এবার নয়া পদক্ষেপ। অ্যান্টি ভাইরাল ড্রাগ ফ্যাভিপিরাভির ব্যবহারের ভাবনা ভারতের। এর আগে সাফল্য মিলেছে। ইতিমধ্যেই ওষুধ তৈরির ছাড়পত্র দিয়েছে সিএসআইআর। যদিও এক্ষেত্রে ড্রাগ কন্ট্রোল অথরিটি অফ ইন্ডিয়া চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
চিকিৎসক দিপ্তেন্দ্র সরকার জানিয়েছেন, এই ওষুধ করোনা উঠতে কার্যকরী কিনা তা জানা যাবে জুলাই মাসের মধ্যেই। কার্যকরী হলে করোনা মোকাবিলায় ধন্বন্তরি হবে এই অ্যান্টি ভাইরাল ড্রাগ।