শিলিগুড়িতে থাকা কেন্দ্রীয় টিম আবার চিঠি দিল মুখ্যসচিবকে। আবার কড়া অভিযোগ। অসহযোগিতার ইস্যু। শিলিগুড়ির নগরপাল দেখা করেন নি। তথ্য চাইলে পাওয়া যাচ্ছে না। এই ধরণের সব বক্তব্য। চিঠির কপি গেছে দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রকে।
মঙ্গলের সকালে প্রকাশিত হল বঙ্গে এসআইআরের খসড়া ভোটার তালিকা। কমিশনের দুই ওয়েবসাইট https://ceowestbengal.wb.gov.in/SIR এবং https://voters.eci.gov.in/ এ ক্লিক করলে...