Thursday, November 13, 2025

২৩ এপ্রিল ছিল বিশ্ব বই ও কপিরাইট দিবস। বই নিয়ে কিছু মজাদার বিষয় আছে। নিশ্চিত আমরা অধিকাংশ তা জানি না। প্রত্যেকের সাথেই এমনটা ঘটে কিন্তু এরও যে কোন নাম আছে তা আমরা জানিইনা। আসুন দেখে নিই…

১) Dog’s Ear – আমরা যখন বুকমার্ক হিসেবে বইয়ের পাতার ওপরের দিকের কোণাটা ভাঁজ করে রাখি পড়তে পড়তে উঠে যাওয়ার আগে।

২) Librocubicularist – যে ব্যক্তি বিছানায় শুয়ে শুয়ে বই পড়ে।

৩) Epeolatry – এ হল গিয়ে শব্দের আরাধনা করা। শব্দের মধ্যে এক অসামান্য মাধুর্য, বাক্যে তার ব্যবহার মন কে যখন মুগ্ধ করে দেয়। ভাষাবিদ দের মধ্যে এই মোহ বিশেষ দেখা যায়।

৪) Logophile – যে ব্যক্তি শব্দের প্রতি মোহাবিষ্ট।

৫) Bibliosmia – পুরনো বইয়ের গন্ধ

৬) Book bosomed – যে ব্যক্তি বই ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না।

৭) Omnilegent – যে বিষয়ের বাছ বিচার না করে সব ধরনের বই পড়ে।

৮) BallyCumber – অর্ধেক পড়া অবস্থায় যে সব বই রেখে আমরা উঠে যাই,সেই সব বই কে BallyCumber বলে

৯) Tsundoku – জাপানী শব্দ। ইংরেজি প্রতিশব্দ নেই। এর অর্থ কেনার পর থেকে বই একবারের জন্য না খোলা।

১০) Princep -কোন বইয়ের প্রথম ছাপা কপিটিকে princep বলে।

১১) Sesquipedalian – যে শব্দে অনেকগুলি Syllable বা পদাংশ থাকে।যেমন- ses/qui/pe/da/li/an

১২) Colophon – বইয়ের শিরদাঁড়া, কিংবা প্রচ্ছদে প্রকাশকের যে প্রতীক চিহ্ন দেখা যায়

১৩) Biblioclasm – ইচ্ছাকৃতভাবে বই নষ্ট করা।

১৪) fascile – খন্ড। প্রথম খন্ড,দ্বিতীয় খন্ড…ইত্যাদি।fascile হল কোন বই অনেকটা সময় ধরে যখন বিভিন্নখণ্ডে প্রকাশিত হয়-যেমন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, অক্সফোর্ড ডিকশনারি।

১৫) Afficted – কোন গল্পের শেষটায় চরম মর্মান্তিক এবং সেটা পড়ার পর প্রবল কাঁদতে ইচ্ছে হলেও কাঁদতে না পারা,লোকে কি ভাববে এই অনুভূতিকে afficted বলে।

১৬) Bookklempt – যখন কোন সিরিজের শেষ বইটা পড়ে ফেলেছেন।জানেন যে আর কোন খন্ড বেরোবে না।তবু এই সত্যি কে মেনে নেওয়ার জন্য প্রস্তুত নন আপনি।এই অনুভূতিকেই বুককলিম্পিত বলে।

১৭) Chaptigue – সারারাত জেগে বই পড়ার পরের দিন সকাল বেলা আপনার যে ভীষন ক্লান্তিবোধটা আসে, জানবেন ওই ক্লান্তিটাকে Chaptigue বলে।

১৮) Delitrium – নতুন কেনা বইয়ের গন্ধে আপনার মনে যে ফুরফুরে ভাবটা ওটার নামই Delitrium।

১৯) Madgedy- কোন দুঃখের গল্প বারবার পড়া এবং পড়তে পড়তে আবার যে আশা করা এবার নিশ্চয়ই শেষটা অন্য রকম হবে।

২০) Mehnertia – কোন বই অনেকটা পড়ার পর থামিয়ে দিয়ে পুনরায় প্রথম থেকে পড়া শুরু করা।কারণ ততক্ষনে আপনি পড়তে পড়তে খেই হারিয়ে ফেলেছেন যে কি পড়ছেন।

২১) Rageammend – যখন আপনি পছন্দের বইটা অন্যান্য বন্ধুদেরকে পড়ার জন্য সুপারিশ করবেন আর করার পরই শুনবেন যে তাদের সেটা আগেই পড়া হয়ে গেছে এবং মোটেও ভাল লাগেনি,তখন আপনার মনের যা অবস্থা হয়, সেটাই।

২২) Swapshame – যখন একটা বই পড়ছেন।পড়তে পড়তে অন্য একটা বই যার শুরুটাও মনে ধরেছে।এখন বুঝতে পারছেন কোনটা আসলে পড়বেন। মনের এই অবস্থাটাই Swapshame।

বুঝতেই পারছেন বই তে থাকা জ্ঞান অর্জন করলেও বই নিয়ে এত জ্ঞান থাকতে পারে তা কিন্তু আমাদের জানা ছিল না। বইয়ের বিকল্প বই, কিংবা আজকের ই-বুক, ereaders.ci.in. বই পড়ুন ও অন্যকে পড়তে উৎসাহিত করুন।

এই লেখাটি শেয়ার করে অন্যদের ও বই নিযে মজাদার তথ্যগুলো জানতে সাহায্য করুন।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version