করোনা পরিস্থিতির মধ্যেই পঙ্গপাল হামলার আশঙ্কা ভারতে

করোনা আতঙ্ক অব্যাহত। এরই মধ্যে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে দেশ। জানা গিয়েছে, বৃহদাকারের পঙ্গপাল হামলা করতে পারে দক্ষিণ এশিয়ার দেশগুলিতে। যার মধ্যে রয়েছে ভারতও।

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আফ্রিকার কিছু দেশ থেকে এই পঙ্গপাল দক্ষিণ এশিয়ার দিকে ধেয়ে আসতে চলেছে। কেন্দ্র দ্বিমুখী লড়াইয়ের জন্য তৈরি হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে। একদিকে করোনা মোকাবিলা করা। অন্যদিকে, পঙ্গপালের হামলায় চাষের ক্ষতি ও পরবর্তীতে খাদ্যসংকট।

মাইলের পর মাইল চাষের জমি ধ্বংস করে দিতে পারে এই পঙ্গপাল। বিশেষজ্ঞরা জানাচ্ছেন ৪০ মিলিয়ন পঙ্গপাল একসঙ্গে হামলা চালাতে পারে। প্রতিদিন ২.৩ কেজি শষ্য একটি পঙ্গপাল শেষ করে। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য রয়েছে। জানা গিয়েছে, আফ্রিকা থেকে পঙ্গপাল ইয়েমেন, বাহরিন, কুয়েত, কাতার, ইরান, সৌদি আরব, পাকিস্তান হয়ে ভারতে প্রবেশ করবে। মূলত পাঞ্জাব, হরিয়ানা ও গঙ্গা নদীর অববাহিকার চাষের জমিতে হামলা চালায় পঙ্গপালের দল।

Corona update
Previous articleকরোনাকে পরাজিত করে বাড়ি ফেরা
Next articleলকডাউন: অনাড়ম্বরে মাহেশে জগন্নাথের চন্দন উৎসব