করোনা চিকিৎসা করাতে নদী সাঁতরে ভারতে এলো বাংলাদেশি যুবক। কুশিয়ারি নদী সাঁতরে অসমের সীমা দিয়ে ভারতে প্রবেশ করেন তিনি ৷ সেখান থেকে করিমপুর জেলার মুবারকপুরে পৌঁছন। গ্রামবাসীর কাছে তাঁর আর্জি ” আমার করোনা হয়েছে। চিকিৎসার ব্যবস্থা করুন। ”

বাংলাদেশের সুনামগঞ্জ জেলার বাসিন্দা যুবকের নাম আব্দুল হক। অসমের মুবারকপুর থেকে মাত্র চার কিলোমিটার দূরে। যুবকের কাণ্ড দেখে হকচকিয়ে যান গ্রামবাসীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিএসএফ পৌঁছয় ৷ যুবককে গ্রেফতার করা হয় ৷ পড়ে বাংলাদেশি সেনা ডেকে যুবককে তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে তাঁর আদৌ করোনা হয়েছে কি না তা স্পষ্ট নয়।

বিএসএফের পক্ষ থেকে ডিআইজি জেসি নায়েক বলেন, “যুবকটি কুশিয়ারি নদী পেরিয়ে রবিবার সকালে ভারতে ঢোকে ওই যুবক। গ্রামবাসীদের ওই যুবক জানান তিনি বাংলাদেশের নাগরিক। পরে বাংলাদেশের সেনার হাতে তাঁকে তুলে দেওয়া হয়েছে।”

