Tuesday, May 13, 2025

তিনি এড়িয়ে যান না। বিষয় থেকে সরে যান না। বিভিন্ন সময়ে যে পাঠকরা সারদা সংক্রান্ত প্রশ্ন বা মন্তব্য করেছেন, আজ সোমবার সন্ধে সাতটায় তা নিয়ে ফেস বুক লাইভ করবেন কুণাল ঘোষ নিজেই। এনিয়ে সকালে ফেস বুক পোস্টও করেছেন তিনি।

কুণাল লিখেছেন-

সবিনয় নিবেদন

সারদা বিতর্ক ও আমি। এই বিষয়ে আজ সন্ধে সাতটা থেকে ফেস বুক লাইভে থাকব। এখন বিশ্ব বাংলা সংবাদের পেজে।

অনেকে অনেক সময় নানা কৌতূহল জানান। মন্তব্যও করেন। মূলত কিছু কাগজ ও চ্যানেল থেকে সেইসময় পাওয়া খবরের ভিত্তিতে। আমি মনে করছি সেগুলির কিছু ব্যাখ্যা দেওয়া জরুরি। আমি এড়িয়ে যাওয়ার পাত্র নই।

মামলা বিচারাধীন। আইনজীবী অয়ন চক্রবর্তীর পরামর্শমত সেই প্রক্রিয়াকে বিঘ্নিত না করে যতখানি উল্লেখ করা যায়, করব।

আমি সোশ্যাল মিডিয়ায় সবসময় থাকি। আপনাদের হাতের কাছে। সমর্থন বা বিরোধিতা, যা করেন, শুনি, পড়ি।

অনুরোধ, আজ একটু আমারটাও শুনুন।
আরও অনুরোধ, লাইভ শুরু থেকেই প্রশ্ন বা মন্তব্য করবেন না। একটু ধৈর্য ধরুন। কেউ কারুর কথা শুনে বা কাগজ পড়ে ধারণা তৈরি করবেন, ইচ্ছেমত মন্তব্য করবেন এবং আমার কথা শুনবেন না, এটাই বা কী করে হবে? যদিও অধিকাংশ পাঠক বা দর্শক যথেষ্ট দায়িত্বশীল। তাঁদের শুভেচ্ছা ও ভালোবাসায় আমি আপ্লুত। তাঁরা আস্থা রাখেন, তবু তাঁদের কাছেও কিছু ব্যাখ্যা দেওয়ার দায় অনুভব করি।

আমি অতি বিতর্কিত ও স্পর্শকাতর বিষয়টিতে লাইভে আসার সাহস দেখাচ্ছি।
আশা করি সহযোগিতা পাব।

সন্ধে সাতটায় এখন বিশ্ব বাংলা সংবাদের পেজে দেখা হবে।

Related articles

শান্তি প্রতিষ্ঠায় বাণিজ্যের শর্ত ছিল না: ট্রাম্পের দাবি নস্যাৎ ভারতের

বাণিজ্য বন্ধ করার হুমকি দিয়েই কার্যত ভারত ও পাকিস্তানকে সংঘর্ষ থেকে বিরত করেছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার প্রকাশ্যে বাণিজ্যের...

সীমান্তের সমস্যায় বাড়ি ফিরতে পারেননি, একাই প্রস্তুতি চালাচ্ছেন সুহেল ভাট

পহেলগামে(Pahalgam) নৃশংশ ঘটনা। তারপর থেকেই উত্তপ্ত হয়েছিল সীমান্ত। আইএসএল(ISL) জেতার পর ঘরের ফেরার ইচ্ছা থাকলেও ফিরতে পারেননি সুহেল...

একাকীত্বের কারণে মনমরা ছিলেন প্রীতম! জানালেন পুত্রহারা রিঙ্কু

একা থাকতে কষ্ট হচ্ছিল। যত্ন হচ্ছিল না ঠিক মতো। নিজের কাছে ছেলেকে নিয়ে আসতে চাইছিলেন। পুত্র সৃঞ্জয় দাশগুপ্ত ...

বিশ্ব পরিবেশ দিবসের আগে ৫০০টি নতুন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র চালুর উদ্যোগ রাজ্যের 

আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। তার আগেই রাজ্য জুড়ে ৫০০টি নতুন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র চালুর পরিকল্পনা...
Exit mobile version