দু-তিন ঘণ্টার মধ্যে রাজ্যে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি

সকাল থেকেই ছিল মেঘলা আকাশ। তবে বেলা বাড়তেই ঝড় বৃষ্টি শুরু রাজ্যের কিছু জেলায়। বৃষ্টি শুরু কলকাতাতেও। পূর্বাভাস অনুযায়ী ঝোড়ো হওয়ার সঙ্গে এই বৃষ্টি।

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ৪০-৫০ কিলোমিটার ধেয়ে আসবে ঝড়। আগামী ২-৩ ঘণ্টার মধ্যে ধেয়ে ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগণা এবং কলকাতার বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহবিদরা কথায়, বৃষ্টির প্রবণতা থাকবে মঙ্গলবার পর্যন্ত। রবিবার বিকেলের পর থেকে রাজ্যের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। মঙ্গলবার পর্যন্ত রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।

Corona update