বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সিকিউটিভ কমিটির শীর্ষে এবার ভারতীয় প্রতিনিধি

করোনা আতঙ্কের মধ্যে ভারতের জন্য গর্বের খবর। বিশ্ব স্বাস্থ্যসংস্থা একটি বড় পদে বসতে চলেছেন এক ভারতীয়। মে মাসে হু-এর বিশ্ব স্বাস্থ্য সম্মেলন। সূত্রের খবর, সম্মেলনের পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারপার্সনের পদে এবার মনোনীত হবেন কোনও ভারতীয়।

২২ মে আয়োজিত হতে চলেছে হু-এর এক্সিকিউটিভ বোর্ডের প্রথম সম্মেলন। দিল্লি এবং জেনেভার দূতাবাসে অবস্থিত কূটনীতিবিদরা জানাচ্ছেন, জাপানকে সরিয়ে ভারতীয় প্রতিনিধির হাতে তিন বছরের জন্যে দায়িত্ব দেওয়া হবে। গত বছরই দিল্লির কাছে হু এর দক্ষিণ পূর্ব শাখা প্রস্তাব দেয় সংশ্লিষ্ট পদে ভারতীয় প্রতিনিধিকে হিসেবে চান তাঁরা। সেই সিদ্ধান্তে সায় দেয় ভারত।