Sunday, November 16, 2025

‘পরিবার পিছু জনসংখ্যা’ ভিত্তি হোক, জনঘনত্বের হিসাবে চললে করোনা- মুক্তি হবে না

Date:

শৈবাল বিশ্বাস

সম্প্রতি কলকাতার কনটেনমেন্ট জোন নিয়ে কিছু তথ্য‌ হাতে এল তাই এই নিয়ে নিজের কিছু বক্তব্য‌ শেয়ার করছি।

তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে, রোগ ধরা পড়ার নিরিখে সবচেয়ে এগিয়ে রয়েছে ৭ নম্বর বরো, যা কি’না বেলেঘাটার দক্ষিণপ্রান্ত থেকে ৪ নম্বর ব্রিজ অবধি বিস্তৃত। ট্যাংরা, তপসিয়া, পিলখানা এই অঞ্চলেরই ভিতর। কলকাতায় সবচেয়ে বেশি কোভিড-১৯ রোগী মিলেছে এই বরোর ৬০ নম্বর ওয়ার্ডে। এর পরই সংক্রমণের নিরিখে এগিয়ে আছে ৫ নম্বর বরো। রাজাবাজার, শিয়ালদা, কলেজ স্ট্রিট এই বরোর ভিতরে পড়ে।

কিন্তু কেন এই অঞ্চলগুলিতে বেশি করোনা আক্রান্ত রোগীর খোঁজ পাওয়া যাচ্ছে? একটু সেনসাস রিপোর্টের তুলনামূলক বিশ্লেষণ করা যাক।

◾ ৬০ নম্বর ওয়ার্ড বা লিন্টন পোস্ট অফিস সংলগ্ন ওয়ার্ডটিতে ২০১১-র সেনসাস অনুযায়ী মোট জনসংখ্যা ৩৫,৭৩২। হাউসহোল্ড বা এক হাঁড়িতে খাওয়াদাওয়া করা পরিবারের সংখ্যা ৬,৭৫৫টি। অর্থাৎ,এই ওয়ার্ডে হাউসহোল্ড পিছু জনসংখ্যা ৫.২৮।

◾ রাজাবাজার অঞ্চলের ২৮ নম্বর ওয়ার্ডটির কথাই ধরুন৷ এটি পুরসভার ৪ নম্বর বরোর অন্তর্ভূক্ত। এখানে পরিবার (হাউসহোল্ড) পিছু জনসংখ্যাা ৫.২৭।

◾ রাজাবাজারের ৫ নম্বর বরোর ৩৬ নম্বর ওয়ার্ড অর্থাৎ বরফকল, খালপাড় অঞ্চলে পরিবার পিছু জনসংখ্যা ৫.৯৫ বা প্রায় ৬ বলা যায়।

এবার রেড জোন নয়, এমন ওয়ার্ডগুলির জনসংখ্যার হিসাব দেখা যাক।

◾৯১ নম্বর ওয়ার্ড বা কসবা, ঢাকুরিয়া অঞ্চলে পরিবার পিছু জনসংখ্যা। ৩.৮।

◾১১১ নম্বর ওয়ার্ড গড়িয়ায় পরিবার পিছু জনসংখ্যাা আরও কম, ৩.৯।

◾উত্তর কলকাতার বাগবাজারের ৭ নম্বর ওয়ার্ডে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা মাত্র ১টি। সেখানে পরিবার পিছু জনসংখ্যার অনুপাত ৪.৫।

এই হিসাব থেকে বোঝা যাচ্ছে:

◾পরিবার পিছু জনসংখ্যা ৫-এর বেশি এমন ওয়ার্ডগুলি “রেড জোন”-এ পরিণত হচ্ছে।

◾ যে সব বস্তি অঞ্চলে ঘর আর রাস্তার মধ্যে পার্থক্য‌ কম সেখানে দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে।

◾জনঘণত্বের সঙ্গে পারিবারিক জনসংখ্যার ঘণত্ব গুলিয়ে ফেললে চলবে না।

◾জনঘণত্বের হিসাব নিয়ে চললে সঠিক পরিকল্পনা কখনই করা যাবে না।

◼সমীক্ষার ভিত্তি করতে হবে হাউসহোল্ড বা এক হাঁড়িতে খাওয়াদাওয়া করা পরিবারের হিসাব ধরে।

◾কারণ, সামাজিক দূরত্ব মেনে চললে জনঘণত্ব দিয়ে সংক্রমণ ছড়ানোর হার সঠিকভাবে বিশ্লেষণ করা না-ও যেতে পারে।

◾কিন্তু পরিবারের মধ্যে যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়, বিপদ সেখানেই বেশি।

🔺আমার বক্তব্য‌, পরিবার পিছু জনসংখ্যা ৫-এর বেশি এমন ওয়ার্ডগুলি দ্রুত চিহ্নিত করে সেখানে ‘সারি’ বা শ্বাসকষ্টে ভুগছেন, এমন সব মানুষের নমুনা পরীক্ষা করা হোক।

🔺 তাহলে ৭ দিনের মধ্যে কলকাতা কোভিডমুক্ত হবে।

Corona update

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...
Exit mobile version