করোনার আবহের মধ্যে সাইক্লোনের আশঙ্কা দেশে

করোনার আবহের মধ্যেই সাইক্লোনের সম্ভাবনা। দক্ষিণ আন্দামান সাগরের দিকে নিম্নচাপ এলাকা তৈরি হচ্ছে। যা নিয়ে উদ্বিগ্ন ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট।

আইএমডির সাইক্লোন ওয়ার্নিং বিভাগ জানিয়েছে, এপ্রিল মাসের ৩০ থেকে মে মাসের ৩ তারিখের মধ্যে সাইক্লোন আছড়ে পড়তে পারে। তবে এর প্রভাব নিয়ে বিস্তারিত কোনও তথ্য দেয়নি সংস্থা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ আন্দামান সাগরে এই স্লাইক্লোন তৈরি হতে পারে। যার প্রভাবে ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টায় ঝড় হতে পারে। ২ থেকে ৩ মে পর্যন্ত এর প্রভাব বঙ্গোপসাগর ও তার সংলগ্ন জায়গায় থাকতে পারে বলে জানা গিয়েছে।

Previous articleচাকরি পাওয়ার রহস্যের অভিযানের ই-বই ” দিশারী সমিত রায়” প্রকাশিত
Next articleমাস্ক না পরে রাস্তায়, থানায় চেনবন্দি সিআরপিএফ জওয়ান