বৃষ্টি মাথায় করে উত্তরবঙ্গে পর্যবেক্ষণ কেন্দ্রীয় প্রতিনিধিদলের

0
2

মঙ্গলবার ভোররাত থেকেই প্রবল বৃষ্টি। কিন্তু সেই বৃষ্টি উপেক্ষা করেই শিলিগুড়ির রাস্তায় নামলেন দিল্লি থেকে আসা কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। এদিন তাঁরা প্রথমেই কাওয়াখালিতে কোভিড-হাসপাতাল ডিসানে যান। এদিন ৫ জনের মধ্যে অজয় গঙ্গোয়ার ও শিবানী দত্ত এখানে নার্সিংহোমে গিয়ে চিকিৎসা ব্যবস্থার বিষয়ে খোঁজখবর নেন।করোনা চিকিৎসার পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে কি না তাও খতিয়ে দেখেন। পরে তাঁরা সেখান থেকে বেরিয়ে যান শিলিগুড়ি জংশন এলাকায়। সেখানে গিয়ে একটি দোকানদারের সঙ্গে কথা বলেন। এছাড়া যাতায়াতের পথে লকডাউন কেমন হচ্ছে তা মোবাইলে রেকর্ড করেন।

পরে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই বাগডোগরা যান লকডাউন দেখতে। অন্যদিকে, বিনীত যোশী সহ বাকি দুজন আরেকটি দল নিয়ে দার্জিলিং যান সেখানকার লকডাউন চিত্র খতিয়ে দেখতে।