মঙ্গলবার সকালে উত্তর ২৪ পরগনার কদম্বগাছির কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শন কেন্দ্রীয় প্রতিনিধি দলের। সেখান থেকে বেরিয়ে নিমতা থানার বিপরীতে একটি এলাকায় যান সদস্যরা। সেখানে নিমতা থানার আধিকারিক শিবু ঘোষের সঙ্গে কথা বলেন।

এরপর বরানগর থানার আলম বাজার হয়ে রবীন্দ্র ভারতীর সামনে দিয়ে গাড়ি ঘুরিয়ে যান বেলগাছিয়া। সেখান থেকে পাতিপুকুর হয়ে দমদম পার্ক হয়ে কেষ্টপুর থেকে বিধাননগর পরিদর্শন করে কেন্দ্রীয় প্রতিনিধি দল। কোথায় কোথায় লকডাউন মানা হচ্ছে, কত লোক রাস্তায় বেরিয়েছেন- সেইসব মোবাইলে রেকর্ড করে কেন্দ্রীয় প্রতিনিধিরা।