১. কেন্দ্র লকডাউন জারি করার আগেই আমরা লকডাউন শুরু করি

২. আরও কিছুদিন আমাদের কষ্ট করে লকডাউনের মধ্যে থাকতে হবে
৩. কোটার ছেলেমেয়েরা রাজস্থান থেকে আজ বাসে উঠছেন। তারা ৩ দিনের মধ্যে রাজ্যে চলে আসবেন

৪. মেদিনাপুর পূর্বেও যারা আটকে ছিলেন, তাদের জন্য আমরা ব্যবস্থা নিয়েছি

৫. ‘আশা’র মেয়েরা বাড়ি বাড়ি গিয়ে স্ক্রিনিং করেছে। তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি

৬. মাস্ক কিন্তু পড়ে থাকতে হবে, আগামী বেশ কিছুদিন

৭. মে মাসের শেষ দিকে করোনা হামলা কমবে। তারপর আবার বর্ষার সময় কিছুটা বাড়তে পারে। আবার তারপর কমবে

৮. যে ৫১টি বেসরকারি হাসপাতাল কোভিড চিকিৎসার জন্য নেওয়া হয়েছে, সেখানে কিন্তু চিকিৎসা চলবে

৯. সময় বলছে, আমাদের সামাজিক দূরত্ব চালিয়ে যেতে হবে, রাস্তা, বাজারে দূরত্ব রাখতে হবে

১০. বেসরকারি হাসপাতালগুলোকে বলছি আপনারা রোগী ফেরাবেন না

১১. সোমবার থেকে দোকান খোলার ব্যাপারে বেশ কিছু নির্দেশিকা জারি করব

১৩. গ্রিন জোনে ফ্যাক্ট্রি খোলা যাবে, কন্সট্রাকশনের কাজ শুরু করা যেতে পারে সামাজিক দূরত্ব বজায় রেখে

১৪. কলকাতা হোম ট্যাক্সি অ্যালাউড

১৫. এর জন্য একটি কমিটি করে দেয়া হয়েছে যারা পুরো বিষয়টি দেখভাল করবেন

১৬. ৪৫ দিনের মধ্যে ২৩টি জুট মিলে কাজ শুরু হয়েছে। বাকিগুলো রেড জোনের মধ্যে রয়েছে। অবস্থার পরিবর্তন হলে সেগুলি ধীরে ধীরে খোলা হবে
১৭. কোন দোকান খোলা হবে
১৮. স্টেশনারি, বইয়ের দোকান খোলা থাকবে
১৯. সেলুন বিউটি পার্লার প্রয়োজন থাকলে খোলা যাচ্ছে না। কেন্দ্র বারণ করেছে এবং সঠিকভাবে বারণ করা হয়েছে
২০. কন্টেইনমেন্ট এলাকায় টোটাল লকডাউন থাকবে
২১. লন্ড্রি, হার্ডওয়ারের দোকান খোলা থাকবে
২২. ‘ধান দিন চেক নিন’ এই প্রকল্পের টাকা সোজা ব্যাঙ্কে দেওয়া হবে
২৩. ২০ জনকে নিয়ে চলতে পারবে বাস
২৪. গ্রিন জোনে শর্তসাপেক্ষে বাস চলাচলের অনুমতি দেওয়া হবে
২৫. মৃত্যু নিয়েও বিজেপি রাজনীতি করতে নেমেছে
২৬. মাইল্ড পজিটিভদের বাড়িতে চিকিৎসা সঠিক পদ্ধতি
২৭. হকার কর্নার বা ফুটপাতের দোকান খোলা হবে না
২৮. করোনা নিয়ে বেঙ্গল বেস্ট পারফরমেন্স দেখিয়েছে
২৯. গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, দিল্লিতে আমরা সরকার চালাই না। আমরা তো কিন্তু কারওর বিরুদ্ধে বলিনি।
৩০. আমরা তিনটি জোনে কাজ করছি। আর বিরোধীরা তৈরি করেছে চারটি জোন। A-avoid jone, B- block, C- cofrontation, D- destructive জোন
৩১. টিকিয়াপাড়া নিয়ে বিজেপি সরকারকে হিউমিলিয়েট করার চেষ্টা করছে। একটা মৃতদেহ পেলেই সেটা নিয়ে রাজনীতি করতে শুরু করছে
৩২. বিরোধীদের বলবো রাস্তাগুলো পরিষ্কার করতে নামুন। অন্য সময় তো অনেক কিছু করেন। আসুন দেখি কত কাজ করার চেষ্টা
৩৩. বেশি লেবু কচলাবে না। সারাক্ষণ নেতিবাচক কথা বলবেন না। বেশি লেবু কচলালে তেতো হয়
৩৪. ১ লক্ষ ৫৫ হাজার কোটি টাকার প্যাকেজ নিয়ে আমাদের টাস্কফোর্স কাজ করছে, আমাদের আগামী ছ’মাসের কথা ভেবে
৩৫. টিকিয়াপাড়ায় যে ঘটনা ঘটেছে ঘটনা মেনে নেওয়া যায় না। আমি পুলিশকে বলেছি ব্যবস্থা নিতে। কড়া ব্যবস্থা নেওয়া হবে। অন্য রাজ্যে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? আমাকে ঘাঁটালে আমি প্যান্ডোরা বক্স খুলে দেবো
৩৬. দায়িত্বশীলভাবে প্রত্যেকে কাজ করুন। হাসপাতালে সিট নেই বললে স্বাস্থ্যকর্মীরা ভাবছেন তারা অসুস্থ হলে ভর্তি হতে পারবেন তো? আতঙ্ক তৈরি হচ্ছে বুঝতে হবে
৩৭. নতুন করে একটা চ্যাপ্টার তৈরি করেছে অপপ্রচারকারীরা নেগেটিভ ভাইরাস আর ডেস্ট্রাক্টিভ ভাইরাস