Thursday, May 15, 2025

প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মিড-ডে মিলে নামমাত্র বরাদ্দ বাড়ালো কেন্দ্র

Date:

মিড ডে মিল-সহ শিক্ষা ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিভিন্ন রাজ্যের শিক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় মিড-ডে মিলের জন্য বরাদ্দ বাড়ানোর। বৈঠকে স্থির হয়েছে, প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত বরাদ্দ ৪ টাকা ৪১ পয়সা থেকে বেড়ে হচ্ছে ৪ টাকা ৭৯ পয়সা। তবে পশ্চিমবঙ্গ সকারের তরফে ১০ টাকা বরাদ্দের দাবি জানানো হয়েছিল। অন্যদিকে, পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ৬ টাকা ৭১ পয়সা থেকে বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৭ টাকা ৭৫ পয়সা। এক্ষেত্রে রাজ্যের দাবি ছিল ১২ টাকা। ফলে বরাদ্দ বাড়লেও তাতে একেবারেই খুশি নয় রাজ্য সরকার।

মিড-ডে মিলের বরাদ্দ প্রসঙ্গ ছাড়াও এই বৈঠকে সর্বশিক্ষা খাতে ৫ শতাংশ বরাদ্দ বৃদ্ধির কথাও বলা হয় রাজ্যের তরফে। তবে করোনা সঙ্কটের মধ্যে শিক্ষাবর্ষের সময়ের কোনও পরিবর্তন হবে কিনা বা বিভিন্ন ক্লাসে বাকি থাকা পরীক্ষা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।

এই বৈঠকে অবশ্য রাজ্যের তরফে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যোগ দেননি। তাঁর পরিবর্তে রাজ্যের প্রতিনিধি হিসেবে বৈঠকে যোগ দিয়েছিলেন শিক্ষা দরতরের তিন আধিকারিক।

এই বৈঠকের পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, “এম এইচ আর ডি-র সাথে ভিডিয়ো কনফারেন্স হয়। মিড ডে মিল নিয়ে আমাদের দাবি ছিল, প্রাথমিকে ছাত্র পিছু ১০ টাকা, উচ্চ প্রাথমিকে ১২ টাকা। সে জায়গায় অল্প বৃদ্ধি পেয়েছে। ৪ টাকা ৭৯ পয়সা এবং à§­ টাকা à§­à§« পয়সা।”

তিনি আরও জানিয়েছেন, “সর্বশিক্ষা মিশনে গতবারের অ্যালটমেন্ট à§«% বৃদ্ধির কথা বলা হয়েছে। নবম থেকে দশম পরীক্ষার বিষয়ে আলোচনা চলছে, পরবর্তী সময়ে এব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে। নবম থেকে দশম পরীক্ষার বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।”

Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...
Exit mobile version