Wednesday, November 12, 2025

জামিন মেলেনি সুপ্রিম কোর্টে! এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন পার্থ

Date:

নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে জামিন না মেলায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন পার্থ চট্টোপাধ্যায়। আগামী ১৯ মে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে তাঁর জামিনের আবেদন নিয়ে শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

২০২২ সালের জুলাই মাসের শেষে নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পরে সিবিআই-এর একাধিক মামলায়ও গ্রেফতার করা হয় তাঁকে। ইডির মামলায় তিনি ইতিমধ্যেই শীর্ষ আদালত থেকে জামিন পেলেও, সিবিআইয়ের মামলাগুলিতে এখনও তাঁকে হাজতে থাকতে হচ্ছে।

সুপ্রিম কোর্টে জামিনের আবেদন শুনানি হয় বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি এনকে সিংয়ের বেঞ্চে। শীর্ষ আদালত রাজ্য সরকারকে নির্দেশ দেয়, আগামী দুই সপ্তাহের মধ্যে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ-সহ অন্যান্য গ্রেফতার সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমোদন দিতে হবে। অভিযুক্তদের মধ্যে একাধিক উচ্চপদস্থ শিক্ষাকর্তাও রয়েছেন—যেমন ডঃ সুবীরেশ ভট্টাচার্য, অশোক কুমার সাহা, ডঃ কল্যাণময় গঙ্গোপাধ্যায়, ডঃ শান্তি প্রসাদ সিনহা প্রমুখ। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীদের দাবি, তাঁর বিরুদ্ধে বিচারপর্ব শুরু করার অনুমতি দেওয়া হলেও, অন্য আধিকারিকদের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি রাজ্য, ফলে বারবার পিছিয়ে যাচ্ছে জামিন শুনানি।

প্রসঙ্গত, গত বছরের ২৫ নভেম্বর পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেছিল ইডির বিশেষ আদালত। তবে পার্থ চট্টোপাধ্যায়ের জন্য এখনো খুলছে না মুক্তির দরজা। আগামী ১৭ জুলাই এই বিষয়ে পরবর্তী শুনানি হবে সুপ্রিম কোর্টে। তার আগেই কলকাতা হাইকোর্টে নতুন করে জামিনের আবেদন জানালেন পার্থ।

আরও পড়ুন – ধান সংগ্রহে স্বচ্ছতা আনতে তিনস্তরের মনিটরিং কমিটি পুনর্গঠনের নির্দেশ রাজ্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version