Monday, November 10, 2025

‘ববি’তে নায়ক, কারণ, রাজেশ খান্নাকে নেওয়ার অর্থ ছিল না রাজ কাপুরের!

Date:

ঋষি কাপুরের প্রথম ছবি বাবা রাজ কাপুরের ‘শ্রী ৪২০’ ছবিতে। ‘পেয়ার হুয়া ইকরার হুয়া’ গানটিতে অভিনয় করছেন রাজ কাপুর। বৃষ্টির মধ্যে দুটি ছোট্ট ছেলেকে হেঁটে যেতে দেখা যায়। তার মধ্যে একজন ছিল ঋষি। তখন তার বয়স মাত্র ৩। অভিনয় করার জন্য শিশু ঋষিকে অভিনেত্রী নার্গিস দত্ত চকলেট দিয়ে ঘুষ দিয়েছিলেন!

তারপর ১৯৭০। বাবার ‘মেরা নাম জোকার’ ছবি। বাবারই কম বয়সের চরিত্রে অভিনয়। কিন্তু নায়ক হিসেবে আবির্ভাব ১৯৭৩ সালে রাজ কাপুরের ‘ববি’ ছবিতে। বয়স তখন ২১। আর সেই ছবি নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে ২০১২ সালে ঋষি বলেন, অনেকের ধারণা ছিল, বাবা আমাকে অভিনেতা হিসেবে লঞ্চ করার জন্য এই ছবিটা করেছিলেন। আসলে ছবিটা করা হয়েছিল ঋণ শোধ করতে। ‘মেরা নাম জোকার’ ছবি করে বাবা ঋণে ডুবেছিলেন। ‘ববি’ করে তা শোধ করতে চেয়েছিলেন। করতে চেয়েছিলেন একটা টিন এজ লাভ স্টোরি আর নায়ক করতে চেয়েছিলেন রাজেশ খান্নাকে। কিন্তু রাজেশ খান্নাকে পারিশ্রমিক দেয়ার মতো অর্থ তাঁর ভাঁড়ারে ছিল না। অগত্যা তাই আমি।

ঋষি কাপুরের অভিনয় জীবনের অদ্ভুত একটি তথ্যগত দিক আছে। ৫১টি ছবিতে তিনি নায়ক হিসেবে কাজ করেছিলেন। তারমধ্যে হিট করেছিল মাত্র ১১টি। আর ৪১টি ছবিতে অন্য নায়কদের সঙ্গে তিনি অভিনয় করেছিলেন। যার মধ্যে ২৫টি সুপারহিট হয়েছিল। ২৭ বছর হিরোর ভূমিকায় অভিনয় করেছিলেন যার মধ্যে ৪০ টি তে ৪০ টি ছবিতে তিনি ছিলেন সুপার ফ্লপ। তার অভিনীত ছবিগুলি হল ববি, লায়লা মজনু, রফু চক্কর, সরগম, কর্জ, প্রেমরোগ, নাগিনা, হনিমুন, চাঁদনী, বোল রাধা বোল, ইয়ে ভরা রাহে, খেল খেল মে, কাভি কাভি, হাম কিসিসে কম নেহি, বদলতে রিস্তে, আপকে দিবানে, সাগর, আজুবা, দিবানা, দামিনী, গুরুদেব, দারার, আ আব লট চলে, হিনা, প্রেম গ্রন্থ। তার রোমান্টিক হিসেবে শেষ ছবি কারোবার। সেটা ২০০০ সাল।

অভিনেতা হিসেবে ছবিগুলি হলো ইয়ে হে জালওয়া, হাম তুম, ফানা, নমস্তে লন্ডন, লাভ আজকাল, পাতিয়ালা হাউস, ডোন্ট স্টপ ড্রিমিং, সাম্বার সালসা। নিতু সিং এর সঙ্গে ফিল্মে আবার ফিরে আসেন ২০১০ সালে ‘দো দুনি চার’ ছবিতে।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version