প্রতিবাদ দেখাতে লকডাউনে ফের রাস্তায় নামলো বাম নেতৃত্ব। আজ, বৃহস্পতিবার কলকাতায় হো চি মিন মূর্তির পাদদেশে অবস্থান প্রতিবাদ করলো সিপিএম তথা বামেরা। যদিও সামাজিক দূরত্ব মেনেই তাঁরা প্রতিবাদে সামিল হয়েছিলেন।

বামেদের দাবি, রাজ্যে বেশি সংখ্যায় কোভিড-১৯ পরীক্ষা করাতে হবে। করোনা মোকাবিলায় অবিলম্বে ব্লক এবং মহকুমাস্তরে সর্বদলীয় বৈঠক ডাকতে হবে। অবস্থান প্রতিবাদে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, সিপিএম সিপিআইএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম প্রমুখ।