Thursday, July 3, 2025

জোরালো হচ্ছে পরিযায়ী স্পেশাল ননস্টপ ট্রেনের দাবি, মে দিবসে মোদির হস্তক্ষেপের আর্জি

Date:

Share post:

শুক্রবার মে দিবস অর্থাৎ শ্রমিকদের অধিকার আদায়ের দিন। লকডাউন শেষ হলে ৪ মে দেশের লক্ষ লক্ষ শ্রমিক যাতে নির্বিঘ্নে নিজের রাজ্যে ফিরতে পারেন সেজন্য কি বিশেষ পরিযায়ী স্পেশাল ট্রেন চালু করবে কেন্দ্র? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আপাতত ট্রেন চালুর দাবি উড়িয়ে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে বিশেষ বাসের ব্যবস্থা করতে বললেও অধিকাংশ রাজ্যই জানিয়েছে এই ব্যবস্থা বাস্তবোচিত নয়। কেন্দ্রীয় সরকার সংক্রমণের যুক্তি দিলেও কেরালা, বিহার, পাঞ্জাব, ওড়িশা, ঝাড়খন্ড সহ একাধিক রাজ্য দাবি করেছে ননস্টপ পরিযায়ী স্পেশাল ট্রেন চালালে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকবে না। আশেপাশের রাজ্য হলে বাসের ব্যবস্থা করা সম্ভব, কিন্তু সুদূর দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে যাতায়াতে বাসের ব্যবস্থা করা কার্যত অসম্ভব। আর সোশ্যাল ডিসট্যান্সিং মানতে হলে বাস প্রতি গড়ে ২৫ জন শ্রমিককে নিতে হয়। সেক্ষেত্রে রাজ্যগুলির পক্ষে লক্ষ লক্ষ শ্রমিকের জন্য বাসের ব্যবস্থা করা কার্যত অসম্ভব। এই অবস্থায় ননস্টপ পরিযায়ী স্পেশাল ট্রেন চালুর দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন কেরালা, বিহার ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রীরা। বিহারের উপমুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা সুশীল মোদি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেন, বাসে ফেরানোর প্রস্তাব অবাস্তব ও আদৌ গ্রহণযোগ্য নয়। পরিযায়ী শ্রমিকদের ফেরাতে বিশেষ ট্রেন চালুর দাবি করছি। এদিকে অধিকাংশ রাজ্য সরকারই নোডাল অফিসার নিয়োগ করে ফিরতে ইচ্ছুক পরিযায়ী শ্রমিকদের তালিকা বানানো শুরু করে দিয়েছে।

 

spot_img

Related articles

কাকার সঙ্গে প্রেম! সুপারি কিলার দিয়ে স্বামীকে ‘খুন’ নববধূর

কাকার সঙ্গে প্রেম! যার জেরে বিয়ের ৪৫ দিনের মাথায় ভাড়াটে খুনি (Contract killer) লাগিয়ে স্বামীকে হত্যার অভিযোগ উঠল...

স্যোশাল মিডিয়ায় উস্কানি-ক্রমবর্ধমান সাইবার ক্রাইম রোধে কঠোর আইন প্রণয়নের দাবিতে শাহকে চিঠি মমতার

সোশ্যাল মিডিয়া উসকানিমূলক পোস্ট এবং ক্রমবর্ধমান সাইবার অপরাধ (Cyber Crime) রুখতে কেন্দ্রের কাছে কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়ে...

কুলদীপকে প্রথম একাদশে না দেখে হতাশ সৌরভ

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের প্রথম একাদশে জায়গা হয়নি কুলদীপ যাদবের (Kuldeep Yadav)। সেটা দেখেই খানিকটা হতবাক...

প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে ‘হলিউড ওয়াক অফ ফেম’-এ দীপিকা! 

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) মুকুটে নয়া পালক। ব্যাক টু ব্যাক হাজার কোটি টাকার ব্যবসা দেওয়া টিনসেল...