এই মুহূর্তে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২ লক্ষ ৩২ হাজার।মৃত্যু-মিছিল আমেরিকায়। তবে উদ্বেগ বাড়াচ্ছে আমেরিকার পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২০০০ জনের বেশি। মার্কিন যুক্তরাষ্ট্রে কোনদিন মৃতের সংখ্যা ১৫০০ আবার কোনোদিন ২২০০।

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুসারে, বুধবারই আমেরিকায় মৃতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবারের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬৩ হাজার।
পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বজুড়ে যত মানুষের মৃত্যু হয়েছে, তার মধ্যে চার ভাগের এক ভাগ মানুষ শুধুমাত্র আমেরিকায় মারা গিয়েছে।
