এ এক অদ্ভুত মে দিবস। ঘরবন্দি প্রায় সারা পৃথিবীর মানুষ। করোনার দাপটে সবচেয়ে অসহায় অবস্থা বোধহয় শ্রমজীবী মানুষ। তারা আজ কিন্তু নতুন লড়াইয়ের মুখোমুখি। জীবিকা হারাচ্ছেন প্রায় কুড়ি কোটি ভারতবাসী। শ্রমিকদিবসে আসুন তাদের লড়াইয়ের সঙ্গী হই। গানে, কবিতায় পাশে দাঁড়ানোর অঙ্গীকার শুভেন্দু, সুব্রতা, মৈনাক আর মালবিকার…
