৩ মে’র পর কী হবে? বৈঠকে প্রধানমন্ত্রী

৩ মে’র পর কি ফের তৃতীয় দফায় লকডাউন বাড়াবে কেন্দ্রীয় সরকার? করোনা সংক্রমণের নিরিখে রেড জোনভুক্ত এলাকাগুলির ক্ষেত্রেই বা কী কড়া পদক্ষেপ নেওয়া চলবে? এছাড়া বিভিন্ন রাজ্যে আটকে থাকা কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক এবং মধ্যপ্রাচ্য সহ বিদেশের অন্যত্র ফিরতে না পারা ৪০ হাজার ভারতীয়কে ফেরানোর বন্দোবস্ত কবে থেকে ও কীভাবে করা হবে? এই জরুরি বিষয়গুলি নিয়েই শুক্রবার বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, রেলমন্ত্রী পীযুষ গয়াল, সিডিএস বিপিন রাওয়াত, ক্যাবিনেট সচিব প্রমুখ।

Previous articleদেশে করোনা’য় প্রয়াতদের ৬৫ % পুরুষ এবং ৩৫ % মহিলা
Next articleMask is a must! টুইটে বার্তা দিলেন নগরপাল