লকডাউনে খাদ্য সঙ্কট মেটাতে বিনামূল্যের হাট! কোথায় জানেন?

প্রতীকী ছবি

করোনা মোকাবিলায় লকডাউন পর্বে হুগলির ধনেখালি থানার তারকেশ্বর বিধানসভার অন্তর্গত ৫টি পঞ্চায়েতের ৫৫টি গ্রামের বাসিন্দারা প্রবল খাদ্য সঙ্কটে ছিলেন। তাদের খাবারের সমস্যার সমাধান করতে লকডাউন না ওঠা পর্যন্ত প্রতি বৃহস্পতিবার নিয়ম করে বিনা পয়সার হাট বসাচ্ছে ধনেখালির কোটালপুর বিপ্লবী সংঘ।

প্রায় ৩০ হাজার গ্রামবাসীকে লকডাউনের পর থেকে নিয়ম করে সপ্তাহে একদিন চাল, ডাল, তেল, শাক-সবজিসহ প্রায় ২০ ধরনের খাদ্য সামগ্রী সামগ্রী বিনামূল্যে দেওয়া হচ্ছে ক্লাবের পক্ষ থেকে।

Previous articleকেন্দ্রের নয়া নির্দেশিকা
Next articleজল, বিস্কুট সঙ্গী করে ডালখোলায় বাড়ির পথে দুর্গাপুরের শ্রমিকরা