২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত বাড়ল ১৯৯৩

ভারতে একধাক্কায় অনেকটাই বাড়ল করোনা সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ১৯৯৩ টি নতুন কেস এসেছে, যা একদিনের হিসাবে আগের চেয়ে অনেক বেশি। দেশজুড়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫ হাজার ৪০৩। মৃতের সংখ্যা ১১৪৭। নতুন করে মৃত্যু হয়েছে ৭২ জনের।
অন্যদিকে সুস্থ হয়েছেন ৮৮৮৯ জন। দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ কেস রয়েছে ২৫ হাজার ৭টি। দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্তর খোঁজ মিলেছে মহারাষ্ট্রে। ১০ হাজারে পৌঁছেছে মহারাষ্ট্রের করোনা সংক্রমণ। একই সঙ্গে এই রাজ্যেই মৃত্যুহার সবচেয়ে বেশি। শুধুমাত্র মুম্বইয়ের ধারাভি বস্তিতেই আক্রান্ত ৩৬৯ জন, মারা গিয়েছেন ১৮ জন।

 

Previous articleরত্না VS রত্না: বেহালায় ত্রাণ নিয়ে বাম-তৃণমূলের তরজা তুঙ্গে
Next articleকেন মোদিকে টুইটারে আনফলো? ব্যাখ্যা দিল আমেরিকা