অবশেষে মদের দোকান খোলার অনুমতি দিল কেন্দ্রীয় সরকার। তবে এই অনুমতি কেবলমাত্র গ্রিন জোন এলাকার জন্য। স্বরাষ্ট্রমন্ত্রক এই নির্দেশ দিয়ে বলেছে, মদের দোকান ও পানের দোকান খোলা যাবে। সেখানে শর্ত থাকবে অবশ্যই…

১. মদের দোকানে ভিড় করা যাবে না। একের সঙ্গে অন্যের ৬ফুট দূরত্ব রাখতে হবে

২. একসঙ্গে পাঁচজনের বেশি।ভিড় করবেন না
৩. এই নির্দেশ না মানলে পুলিশ ব্যবস্থা নেবে
