ভিন রাজ্য থেকে শ্রমিকরা ফিরলে, ঢুকতে পারবেন না কন্টেইনমেন্ট জোনে: নবান্ন

লকডাউনের মধ্যেই বিভিন্ন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের নিজেদের রাজ্যে ফেরানোর কাজ শুরু হবে। কেন্দ্রীয় সরকার আগেই জানিয়েছিল একথা। তবে রাজ্যে ফিরলেও আপাতত কন্টেইনমেন্ট জোনে ঢুকতে পারবেন না শ্রমিকরা। বৃহস্পতিবার, এই কথা স্পষ্ট জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা।

তিনি বলেন, “বাইরে থেকে কেউ এলে তাঁদের কন্টেইনমেন্ট জোনে ঢুকতে দেওয়া হবে না।” তিনি জানান , রাজ্যে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা ৪৪৪টি। স্পষ্টতই, ভিন রাজ্য থেকে আসা শ্রমিকরা সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হলে তাঁদের সেখানে ঢুকতে দেওয়া হবে না। তবে তাঁদের কোথায় থাকবেন বা তাঁদের সরকারি কোয়ারেন্টাইনে রাখা হবে কি না তা স্পষ্ট করেনি নবান্ন।

Previous articleআরজি কর হাসপাতালের আটতলা থেকে মারণ ঝাঁপ মহিলা চিকিৎসকের
Next articleকেন্দ্রের জোন ভাগের ধরনে কড়া আপত্তি জানিয়ে চিঠি দিল রাজ্য