Tuesday, May 6, 2025

করোনা আবহে একটাই প্রশ্ন বিশ্ববাসীর মনে। কবে মিলবে প্রতিষেধক টিকা এবং ওষুধ। কবে পাওয়া যাবে কোভিড ১৯-এর টিকা তা নিয়ে নিজের চিন্তাভাবনা প্রকাশ করলেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস।

আমেরিকার শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশন ডিজিজেসের পরিচালক অ্যান্টনি ফাউচি জানিয়েছিলেন টিকা হাতে আসতে ১৮ মাস সময় লাগবে। গেটসনোটস ওয়েবসাইটে বিল গেটস লিখেছেন, ফাউচির সঙ্গে তিনি একমত। বিল গেটস বলেছেন, নয় মাসের মধ্যেও টিকা হাতে চলে আসতে পারে। আবার দুই বছরও সময় লাগতে পারে।
তবে দুই বছর টিকা তৈরির ক্ষেত্রে অনেক কম সময় বলে উল্লেখ করেছেন। সাধারণত কোনও টিকা তৈরি করতে অন্তত পাঁচ বছর সময় লাগে।

নিজের ব্লগে বিল গেটস আরও বলেন, কোভিড-১৯-এর প্রতিষেধক খোঁজার কাজ চলছে। এক্ষেত্রে অর্থের কোনও সমস্যা হবে না বলেই তাঁর ধারণা। কারণ সরকার ও একাধিক সংস্থা এক্ষেত্রে এগিয়ে আসবে। প্রাথমিক পর্যায়ে টিকা একেবারে নিখুঁত না হলেও কাজ করবে। তবে যে ধরাবাঁধা সময়ে কাজ চলছে তাতে ১০০ শতাংশ সাফল্য আশা না করাই ভালো।

Related articles

আজও রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস, উইকেন্ডে চড়বে পারদ!

মঙ্গলে কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। বিকেলের পর বৃষ্টি (Rain) ভিজতে পারে কলকাতাসহ পার্শ্ববর্তী একাধিক জেলা। বৃহস্পতিবার থেকে হালা...

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে শাহরুখ, মন জিতলেন অনুরাগীদের 

তিনি বলিউডের বাদশা, যেখানেই যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবার বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫- এও...

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে...
Exit mobile version