পরিযায়ীদের ঘরে ফেরানোর স্পষ্ট নীতি জানাক রাজ্য সরকার। প্রকাশ্যে জানাক পরিযায়ীদের ঘরে ফেরানোর নীতি। শনিবার রাজ্যপাল জগদীপ ধনকড়কে এক চিঠি দিয়ে এই আবেদন করল বাম ও কংগ্রেস। দুই দলের দাবি —

১. পরিযায়ীদের ফেরানোর নীতি কী নেওয়া হয়েছে তা জানানো হোক

২. প্রকাশ্যে ঘোষণা করা হোক সরকারি নীতি

৩. ট্রেনে না বাসে আনা হবে তা পরিষ্কারভাবে জানানো হোক


৪. মোট কতজন আটকে রয়েছেন তার হিসাব দেওয়া


৫. অর্থ ফুরিয়েছে এমন শ্রমিকদের অর্থ সাহায্য করার ব্যবস্থা
